টেকনাফ উপজেলার লেদায় করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য নির্মিত ১২০ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার উদ্ধোধন করা হয়ছে।জাতিসংঘের অভিবাসন সংস্থা আইএমের অর্থায়নে এই আইসোলেশন সেন্টারটি নির্মাণ করা হয়।
শনিবার (২৭ জুন) বেলা ২ টার দিকে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী আইসোলেশন সেন্টারটি উদ্বোধন করেন।এ সময় উপস্থিত ছিলেন দাতা সংস্থা আইওএমের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, মহামারী করোনা ভাইরাসে প্রতিদিন আক্রান্ত হচ্ছে স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠী।কমছে না এই ভাইরাসের প্রাদুর্ভাব।
এছাড়া হ্নীলা ইউনিয়নে বসবাস করা রোহিঙ্গা অধ্যুষিত একাংশ এলাকা লেদা-জাদিমুরার স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল বলেন,করোনায় আক্রান্ত বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আইওএমের অর্থায়নে আইসোলেশন সেন্টারটি নির্মাণ করা হয়েছে।তবে পাশাপাশি লেদার রোহিঙ্গা শিবিরের আশপাশে বসবাস করা করোনা আক্রান্ত স্থানীয়দেরও এই সেন্টারে চিকিৎসা সেবা দেওয়া হবে।






















