মেধা ও মননশীল অভিনয় দিয়ে যারা খুব অল্প সময়ে দর্শক মনে জায়গা করে নিয়েছে তাদের মধ্যে অন্যতম আনোয়ার হোসেন। অভিনয়ে পথচলা নিয়ে মঙ্গলবার কথা বলে আজকের বিজনেস বাংলাদেশ-এর সঙ্গে। সাক্ষাতকার নিয়েছেন বাবুল হৃদয়
করোনার এই সময় কেমন কাটছে
খুব ভালো না। মোটামোটি।
বর্তমানব্যস্ততা নিয়ে
বর্তমান ব্যস্ততা ঈদের নাটকের শুটিং নিয়ে। ঈদের কিছু শুটিং হয়ে গেছে করোনার কারণে কিছু কাজ বেঝে আছে। যে গুলো হয়ে এর মধ্যে রয়েছে শামীম জামানের জীম জসীম ও সাইকেল মেকার। এছাড়া মনসুর আলম নির্ঝরের নাম ঠিক না হওয়া একটি সিঙ্গেল নাটকে কাজ করেছি। আরো বেশ কিছু হাতে কাজ রয়েছে যার শুটিং শিগগিরই শুরু করবো।
আপনার বিশাল দেহ ছিল হঠাৎ ওজন কমানোর রহস্য কি?
নতুন করে চমক দিতে ওজন কমিয়েছি। এজন্য পুরান ঢাকার বিরিয়ানি আমাকে ছাড়তে হয়েছে। খোদার ৩০দিন যেখানে বিরিয়ানি খেতাম ওজন কমাতে গিয়ে সব বন্ধ।
মিডিয়ায় এলেন কি করে
মিডিয়ায় এসেছি খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারকীর বিজ্ঞাপনের মাধ্যমে। একদিন আমাদের পুরান ঢাকায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজর সামনে শুটিং হচ্ছিল। আমি শুটিং দেখছিলাম সেখান থেকে ডাক পড়লো মডেলিংয়ের।
ফারকীর বিজ্ঞাপনের কাজের। ওটা ছিল বাংলালিংক বিজ্ঞাপনের কাজ। এরপর ফারকী ভাইয়ের আরো একটি বিজ্ঞাপন টাইগার -এর মডেল হয়েছি। ফারকী ভাইয়ে সঙ্গে কাজ করতে যার সহযোগিতা পেয়েছি তিনি হলেন গাজী আব্দুল মজিত। আমি তার কাছে কৃতজ্ঞ।
আপনার অভিনীত নাটকের সংখ্যা কত
৬০টির বেশি হবে।
উল্লেখযোগ্য কাজের কথা বলেন
উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে, লীলাবতি আখ্যান, মায়া সবার মতো না, ওরে বাটপার , রাজনীতি, বিবাহ অভিযান ইত্যাদি।
আগামীর ভাবনা কি
নাটকে কাজ করলেও আমার ঝোঁক সিনেমায়। ইতিমধ্যে মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমায় অভিনয় করেছি। সিনেমার নাম ‘শনিবার বিকেল’
পরিবারে কে কে রয়েছেন
আমার বাবা নাই, দুই ভাই, মা ও এক বোনকে নিয়ে আামদের সংসার।আমি বড়।
আপনার প্রিয় অভিনেতা-অভিনেত্রী কে
আমার প্রিয় অভিনেতা শালমান শাহ ও প্রিয় অভিনেত্রী চিত্রনায়িকা মৌসুমী।
বিজনেস বাংলাদেশ/বিএইচ