ময়মনসিংহের ভালুকায় কামরুল ইসলাম (২১) নামে এক কারখানা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার ভরাডোবা ইউনিয়নের তাফরিদ কটন মিলের শ্রমিক কোয়ার্টার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তাফরিদ কটন মিলের কয়েকজন শ্রমিক জানায়, শ্রমিক কোয়ার্টারের ৫ম তলার রুমে একটি ঝুলন্ত মরদেহ দেখতে পায় তারা। পরে তারা চিনতে পারে তার নাম কামরুল ইসলাম। তিনি রিং সেকশনের শ্রমিক ছিল।
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, সকালে গলায় রশি বাধা অবস্থায় একটি ঝুলন্ত মরদেহ দেখতে পায় শ্রমিকরা। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত কামরুল ইসলাম ত্রিশাল উপজেলার রাধাকানাই গ্রামের আক্কাস আলীর ছেলে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ