বিমান বাহিনীর শিক্ষা সমাপনী কুচকাওয়াজে যোগদান ও দলীয় জনসভায় ভাষণ দেয়ার জন্য রবিবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান সরকারের মেয়াদে যশোরে এটাই হবে তার প্রথম জনসভা।
রবিবার সকালে বিমান বাহিনীর শিক্ষা সমাপনী কুচকাওয়াজে যোগদান শেষে বিকেলে যশোর ঈদগাহ ময়দানে দলীয় জনসভায় ভাষণ দেয়ার কথা রয়েছে তার। তার আগমন উপলক্ষে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে জেলাজুড়ে।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে যশোরকে সিটি কর্পেরেশন ঘোষণাসহ বিমানবন্দর ও স্টেডিয়ামকে আর্ন্তর্জাতিক মানের করাসহ মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি তুলেছেন স্থানীয়রা।
এদিকে প্রধানমন্ত্রীর জনসভা সফল ও নির্বিঘ্ন করতে জনসভা স্থলে সিসি ক্যামেরা স্থাপনসহ নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
প্রধানমন্ত্রী জনসভা থেকে অন্তত দেড় ডজন উন্নয়নমুলক কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করবেন। এর বাইরে যশোরের উন্নয়নে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ২৮টি দাবি উপস্থাপন করা হবে।
দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষও উচ্চসিত। তাদের অভিমত, অবিভক্ত বাংলার প্রথম জেলা হলেও যশোর অবহেলিত। যশোরকে সিটি করপোরেশনের দাবি জানিয়েছেন তারা।
























