০১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

ভুয়া কোভিড-১৯ সনদ নিয়ে কেউ ইতালি যাননি

ইতালিতে প্রবেশের অনুমতি না পেয়ে গত ১০ জুলাই কাতার এয়ারওয়েজের বাংলাদেশি যাত্রীরা দেশে ফিরে আসেন।

যে প্রায় ১,৬০০ বাংলাদেশি সম্প্রতি ইতালি গিয়েছেন তারা ভুয়া কোভিড-১৯ নেগেটিভ সনদ নিয়ে যাননি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কিছু যাত্রী পরবর্তীতে দরকারের জন্য নিজেদের উদ্যোগেই কোভিড-১৯ নেগেটিভ সনদ নিয়ে যান।

তবে ইতালি সরকার সেখানে ভ্রমণের জন্য এখনও কোভিড-১৯ নেগেটিভ সনদ থাকার কোনো শর্ত আরোপ করেনি, জানায় মন্ত্রণালয়।

বিবৃতিতে আরও বলা হয়, দুর্ভাগ্যজনকভাবে কিছু বাংলাদেশি যারা সম্প্রতি ইতালি গিয়েছেন তারা বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নিয়ম মানেননি এবং তাদের মধ্যে অল্প কয়েকজন সম্ভবত স্থানীয়ভাবে ভাইরাসটি ছড়িয়ে থাকতে পারেন।

গত এক সপ্তাহে ৫,০০০ পরীক্ষার মধ্যে ইতালির লাজ্জিও অঞ্চলের ৬৫ বাংলাদেশির মধ্যে কোভিড-১৯ ধরা পড়ে।

ইতালি সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা রোমের বাংলাদেশ দূতাবাসের সাথে সমন্বয় করে লাজ্জিও অঞ্চলে বসবাসরত সব বাংলাদেশির (প্রায় ৩০,০০০) কোভিড-১৯ পরীক্ষা করবে।

বাংলাদেশ থেকে ইতালিতে ফ্লাইট বন্ধ থাকা প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশসহ আরও ১২ দেশ থেকে ফ্লাইট যাওয়া ৩১ জুলাই পর্যন্ত স্থগিত রেখেছে ইতালি কর্তৃপক্ষ।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

বীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভুয়া কোভিড-১৯ সনদ নিয়ে কেউ ইতালি যাননি

প্রকাশিত : ০৬:২৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০

যে প্রায় ১,৬০০ বাংলাদেশি সম্প্রতি ইতালি গিয়েছেন তারা ভুয়া কোভিড-১৯ নেগেটিভ সনদ নিয়ে যাননি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কিছু যাত্রী পরবর্তীতে দরকারের জন্য নিজেদের উদ্যোগেই কোভিড-১৯ নেগেটিভ সনদ নিয়ে যান।

তবে ইতালি সরকার সেখানে ভ্রমণের জন্য এখনও কোভিড-১৯ নেগেটিভ সনদ থাকার কোনো শর্ত আরোপ করেনি, জানায় মন্ত্রণালয়।

বিবৃতিতে আরও বলা হয়, দুর্ভাগ্যজনকভাবে কিছু বাংলাদেশি যারা সম্প্রতি ইতালি গিয়েছেন তারা বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নিয়ম মানেননি এবং তাদের মধ্যে অল্প কয়েকজন সম্ভবত স্থানীয়ভাবে ভাইরাসটি ছড়িয়ে থাকতে পারেন।

গত এক সপ্তাহে ৫,০০০ পরীক্ষার মধ্যে ইতালির লাজ্জিও অঞ্চলের ৬৫ বাংলাদেশির মধ্যে কোভিড-১৯ ধরা পড়ে।

ইতালি সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা রোমের বাংলাদেশ দূতাবাসের সাথে সমন্বয় করে লাজ্জিও অঞ্চলে বসবাসরত সব বাংলাদেশির (প্রায় ৩০,০০০) কোভিড-১৯ পরীক্ষা করবে।

বাংলাদেশ থেকে ইতালিতে ফ্লাইট বন্ধ থাকা প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশসহ আরও ১২ দেশ থেকে ফ্লাইট যাওয়া ৩১ জুলাই পর্যন্ত স্থগিত রেখেছে ইতালি কর্তৃপক্ষ।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত