তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,সরকারি প্রণোদনা নিতে অসৎ উদ্দেশ্যে যারা রিজেন্ট ও জেকেজির কাছ থেকে ইচ্ছাকৃতভাবে করোনা আক্রান্ত হওয়ার ভুয়া সনদ নিয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, রিজেন্ট এবং জেকেজি ভুয়া সার্টিফিকেট দিয়েছে। এখন তাদের কাছ থেকে ইচ্ছাকৃতভাবে কেউ যদি অসৎ উদ্দেশে ভুয়া সার্টিফিকেট নিয়ে থাকেন, তদন্ত সাপেক্ষে তা বেরিয়ে এলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আর কেউ এ ধরনের ভুয়া সার্টিফিকেট নিয়ে প্রণোদনা পাবেন, সরকার সেটি কখনো করবে না। যদি কেউ এটা করে থাকে, তদন্তে বেরিয়ে আসে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সরকার এক-এগারোর কুশীলবদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন জানতে চাইলে আওয়ামী লীগের এই যুগ্ম-সম্পাদক বলেন, যারা এক-এগারোর কুশীলব তাদের অনেকের প্রাকৃতিক বিচার হয়ে গেছে। প্রকৃতি তাদের বিচার করেছে। এক-এগারোর কুশীলবদের অনেকেই এখন সুশীল ছদ্মনামে বিভিন্ন কথা বলেন। তাদের গতিবিধির ওপর সরকারের নজরদারি আছে।
তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, তারেক জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি। তার একটি মামলায় যাবজ্জীবন ও আরেকটি মামলায় ১০ বছর সশ্রম কারাদণ্ড হয়েছে। তাকে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।
বিজনেস বাংলাদেশ/ প্রান্ত