লালমনিরহাটের তিন উপজেলায় তিনটি নদী থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলার সানিয়াজান নদীর পাড়ে মাটিচাপা অবস্থায় একটি মরদেহের পা দেখতে পান একজন কৃষক। পরে হাতীবান্ধা থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। গত শুক্রবার থেকে একরামুল নামে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।তার পরিবার সোমবার (১৩ জুলাই) থানায় একটি জিডি করেন। এই মরদেহটি তারই বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া শুক্রবার (১৭ জুলাই) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার পশ্চিমপাড়া গ্রামে তিস্তা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারী (৩২) ও বিকালে পাটগ্রাম উপজেলার বুড়িমারী এলাকায় ধরলা নদী থেকে এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, পশ্চিমপাড়া গ্রামের তিস্তা নদীতে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর থানা পুলিশ।
অপরদিকে বুড়িমারী ইউনিয়নের ঘাটের পাড় এলাকায় ধরলা নদীতে এক যুবকের ভাসমান মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে পাটগ্রাম থানা পুলিশ।
শুক্রবার রাতে লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, প্রতিটি ঘটনা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজনেস বাংলাদেশ / ইমরান মাসুদ






















