০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট, আহত ২

গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলে কুদাব এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এসময় ডাকাতদের ছুরিকাঘাতে বাড়ীর মালিক হোসেন উদ্দিন পালোয়ানের দুই ছেলে গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত গভীর রাতে কুদাব এলাকার হোসেন উদ্দিন পালোয়ানের বাড়ি ওই ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতদের হামলায় আহতরা হলেন— গৃহকর্তার দুই ছেলে সজীব পালোয়ান (৩৫) ও তার সহোদর রাকিব পালোয়ান (৩৮)। তাদের ঢাকায় এপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত দুই সহোদরের ভগ্নিপতি সুপ্রিম কোর্টের আইনজীবী নজরুল ইসলাম খান বিকি জানান, রাত ৩টায় ৮/১০ জনের একদল ডাকাত বাড়ির বারান্দার গেটের তালা কেটে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। পরে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১০ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালঙ্কার এবং ৬টি মোবাইল সেটসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিলে গৃহকর্তার দুই ছেলেকে ছুরিকাঘাত করে ডাকাতরা। এতে সজিবের গলায় ও রাকিবের হাতে আঘাত লাগে। দুই সহোদরের রক্তক্ষরণ দেখে তাদের বৃদ্ধ বাবা হোসেন উদ্দিন পালোয়ান জ্ঞান হারিয়ে ফেলেন।

নজরুল ইসলাম আরো জানান, পূবাইল থানার বিভিন্ন এলাকায় প্রতি বছরই একাধিক ডাকাতির ঘটনা ঘটেই চলেছে। পূবাইলে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। চুরি, ছিনতাই, ডাকাতি, খুন বেড়েই চলছে। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর আরও কঠোর পদক্ষেপ নেওয়া দরকার।

এদিকে, ডাকাতি শেষে ডাকতরা চলে গেলে পরিবারের অন্য সদস‌্যরা চিৎকারে শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে। পরে আহতদের উদ্ধার করে টঙ্গীর একটি প্রাইভেট হাসপাতালে পাঠালে সেখান থেকে তাদের ঢাকায় অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওসি নাজমুল হক ভূইয়া জানান, খবর পেয়ে শনিবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া আলামত জব্দ করেছে। ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের চ্যালেঞ্জে ১২ ফেব্রুয়ারি নির্বাচন

অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট, আহত ২

প্রকাশিত : ০৫:০৫:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০

গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলে কুদাব এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এসময় ডাকাতদের ছুরিকাঘাতে বাড়ীর মালিক হোসেন উদ্দিন পালোয়ানের দুই ছেলে গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত গভীর রাতে কুদাব এলাকার হোসেন উদ্দিন পালোয়ানের বাড়ি ওই ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতদের হামলায় আহতরা হলেন— গৃহকর্তার দুই ছেলে সজীব পালোয়ান (৩৫) ও তার সহোদর রাকিব পালোয়ান (৩৮)। তাদের ঢাকায় এপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত দুই সহোদরের ভগ্নিপতি সুপ্রিম কোর্টের আইনজীবী নজরুল ইসলাম খান বিকি জানান, রাত ৩টায় ৮/১০ জনের একদল ডাকাত বাড়ির বারান্দার গেটের তালা কেটে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। পরে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১০ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালঙ্কার এবং ৬টি মোবাইল সেটসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিলে গৃহকর্তার দুই ছেলেকে ছুরিকাঘাত করে ডাকাতরা। এতে সজিবের গলায় ও রাকিবের হাতে আঘাত লাগে। দুই সহোদরের রক্তক্ষরণ দেখে তাদের বৃদ্ধ বাবা হোসেন উদ্দিন পালোয়ান জ্ঞান হারিয়ে ফেলেন।

নজরুল ইসলাম আরো জানান, পূবাইল থানার বিভিন্ন এলাকায় প্রতি বছরই একাধিক ডাকাতির ঘটনা ঘটেই চলেছে। পূবাইলে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। চুরি, ছিনতাই, ডাকাতি, খুন বেড়েই চলছে। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর আরও কঠোর পদক্ষেপ নেওয়া দরকার।

এদিকে, ডাকাতি শেষে ডাকতরা চলে গেলে পরিবারের অন্য সদস‌্যরা চিৎকারে শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে। পরে আহতদের উদ্ধার করে টঙ্গীর একটি প্রাইভেট হাসপাতালে পাঠালে সেখান থেকে তাদের ঢাকায় অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওসি নাজমুল হক ভূইয়া জানান, খবর পেয়ে শনিবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া আলামত জব্দ করেছে। ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ