কুষ্টিয়ার দৌলতপুরে ৪০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাহাজামাল ওরফে ফনি (৪০) কে আটক করেছে র্যাব। সে দৌলতপুর উপজেলার চকদৌলতপুর গ্রামের মৃত দিদার মন্ডলের ছেলে। সোমবার দুপুর ২টায় র্যাব সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
র্যাব সূত্র জানায়, মাদক পাচার ও ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলমের নেতৃত্বে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের অভিযানিক দল রোবাবার দুপুর ২.৩০টার দিকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শাহাজামাল ওরফে ফনিকে আটক করে এবং তার দেহ তল্লাশী করে ৪০৫ পিস ইয়াবা ও মাদক ক্রয়-বিক্রয়ের ৪ হাজার ৩৫০ টাকা উদ্ধার করে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে এলাকাবাসী জানিয়েছে। মাদক ব্যবসায়ী ফনির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করেছে র্যাব। অপরদিকে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল রোববার রাত সোয়া ১০টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা পৌর এলাকার বাধপাড়ায় মুদি দোকানের পাশে অভিযান চালিয়ে ১৬৭ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মামুন রেজা (৩২) ও আবুল কালাম আজাদ (৩৬) কে আটক করে। এরা দৌলতপুর উপজেলার দরিপাড়া ও গরুড়া কলেজপাড়া এলাকার মৃত আশিক আলী ও আব্দুল ওয়াহেদের ছেলে। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে ভেড়ামারা থানায় সোপর্দ করেছে র্যাব।
বিজনেস বাংলাদেশ/ এ আর