ময়মনসিংহের ভালুকায় ভিজিএফ এর চাল আত্মসাৎ করে বিক্রির অভিযোগে এক নারী ইউপি চেয়ারম্যানসহ ৩ জনকে গ্রেফতার করছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার ২ নং মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়রাম্যান জেসমিন নাহার রাণী, চৌকিদার আকব্বর আলী ও চালের ডিলার নুরুল ইসলাম নুরু।
বুধবার (২২ জুলাই) রাতে সরকারি চাল আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় তাদেরকে গ্রেফতার করে ভালুকা মডেল থানা পুলিশ।
ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ জানান, ২নং মেদুয়ারী ইউনিয়নে ৩ ধাপে প্রতি ১০ কেজি করে ৪ হাজার ৮৩ জনের নামে বরাদ্ধ চাউল বিতরণ করার কথা ছিল। প্রথম দুই ধাপ চাউল বিতরণে কোন অনিয়মের অভিযোগ না থাকলেও তৃতীয় ধাপে এসে প্রায় ২শ জনের চাউল কম পড়ে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা প্রতিবাদ শুরু করেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, গ্রেফতার জেসমিন নাহার রাণী উপজেলার ২ নম্বর মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। গতকাল বিকেলে ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ কামাল ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রাণী ও চৌকিদার আকবর আলীকে আটক করে থানায় হস্তান্তর করেছেন। চাল আত্মসাৎের সত্যতা পাওয়ায় চালের ডিলার নুরুল ইসলাম নুরুকে রাতেই গ্রেফতার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ কামাল জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের চাল প্রথম দুই ধাপে বিতরণে কোন অনিয়মের অভিযোগ না থাকলেও তৃতীয় ধাপে এসে প্রায় ২’শ জনের চাল কম পড়ে। চাল না পেয়ে ভুক্তভোগীরা অভিযোগ করলে চাল আত্মসাৎ করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদী হয়ে চেয়ারম্যানসহ আরো কয়েকজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে রাতেই আসামীদেরকে গ্রেফতার করেছে পুলিশ।
বিজনেস বাংলাদেশ / বিএইচ




















