জনগণকে ভয় দেখিয়ে, আগুনে পুড়িয়ে ক্ষমতায় আসা যায় না বলে সমালোচনা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মুখপাত্র ড. হাছান মাহমুদ। নতুন বছরে বিএনপিকে অপরাজনীতি পরিহার করার আহ্বান জানিয়েছে এসব কথা বলেন তিনি।
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘শুভ নবর্বষের অঙ্গীকার প্রতিহত কর চিহ্নিত সন্ত্রাসী বিএনপি-জামায়াত-রাজাকার’ শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করেন তিনি।
বিএনপির প্রসঙ্গে তিনি বলেন, জনগণকে ভয় দেখিয়ে, আগুনে পুড়িয়ে ক্ষমতায় আসা যায় না।
হাছান মাহমুদ বলেন, বিএনপি এখনো অপরাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি। বেগম খালেদা জিয়ার বিচার হবে তারা জানে। তাই বিএনপি বাধা দিতে আদালত প্রাঙ্গণের ভেতরে ও বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই অপরাজনীতি থেকে বেরিয়ে আসার প্রত্যাশা করেন হাছান মাহমুদ।
ড. কামাল হোসেনের নাগরিক গণফোরাম নিয়ে হাছান মাহমুদ বলেন, ১৯৭৩ সালে ড. কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হয়েছিলেন। কিন্তু বর্তমানে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সমালোচনা করেন। যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হন তিনি কী করে সমালোচনা করেন? ড. কামালের দল গণফোরামের সাথে জনগণ নেই। সেই জনশূন্য দলটি ৫ জানুয়ারিতে সোহরাওয়ার্দীতে একটি সমাবেশের ডাক দিয়েছে। তার ডাককে সমর্থন জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম। ৫ জানুয়ারিকে কেন্দ্র করে বিশৃঙ্খলার একটি ছক একেছে বিএনপি।
বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়, আয়োজিক সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুল হক, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, এম এ করিম প্রমুখ।






















