বিএনপি মুখে যাই বলুক তাদেরকে নির্বাচনে আসতেই হবে বলে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিম বলেছেন, নির্বাচনে না আসলে বিএনপির অস্তিত্ব থাকবে না।
সোমবার (১ জানুয়ারি) দুপুরে কাজিপুরে নিজ বাসভবনে চারটি ইউনিয়নের বর্ধিত সভায় একথা বলেন তিনি।
দলের নেতাকর্মীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। এজন্য নেতাকর্মীদের জনগণের কাছে যেতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি দমন, পদ্মাসেতু নির্মাণসহ বিগত নয় বছরে দেশের যে অভাবনীয় উন্নয়ন হয়েছে তা জনগনকে জানাতে হবে।
সিঙ্গাপুর মালয়েশিয়াসহ অন্যান্য দেশের সরকারের স্থায়িত্ব ও উন্নয়ন তুলনা করে তিনি বলেন, একাধারে একটি দল সরকারে থাকলে দেশের উন্নয়নের গতি বাড়ে এবং উন্নয়ন দৃশ্যমান হয়। এজন্য ২০১৯ সালেও আওয়ামী লীগের বিকল্প নেই।
কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিতেত্ব অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ প্রতিটি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন।





















