বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ব বিভাগের অধ্যাপক ড.স.ম. আলতাফ হোসেন (অব:) আর নেই। (ইন্নালিল্লাহি…রাজিউন)।
রবিবার (২৬ জুলাই) রাত সাড়ে ৮ টায় বার্ধক্যজনিত কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার এ মৃত্যুতে কৃষিবিদ পরিবার গভীরভাবে শোক প্রকাশ করেছেন।
সকল ছাত্র-ছাত্রীদের অত্যন্ত প্রিয় ও আদর্শ শিক্ষক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন কৃষিবিজ্ঞানী ড.স.ম. আলতাফ হোসেন। এছাড়াও বিভিন্ন সময় ভাইবা বোর্ডের চেয়ারম্যান থাকাকালীন সময়ে অত্যন্ত সৎ, নির্লোভ, ধর্ম পরায়ণ, বিনয়ী, সদালাপী একজন মানুষ হিসেবেও পরিচিত ছিলেন তিনি।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা কার্যালয়ের কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু রবিবার রাত ১১ টায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ড. আলতাফ হোসেন বাংলাদেশের একজন প্রথিতযশা কৃষিবিজ্ঞানী। তিনি বিশেষত হাওর বিশারদ ছিলেন। সর্বদাই তিনি গ্রামীণ কৃষির মাধ্যমে দারিদ্র্য বিমোচন ফর্মুলা প্রণয়নে গবেষণা করে গেছেন। প্রিয় মানুষটির মৃত্যুতে কৃষিবিদ পরিবার গভীরভাবে শোকাহত।
তার বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















