০৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

ময়মনসিংহ সদর ও নান্দাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন মারা গেছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ৭ জন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের ময়মনসিংহ সদরের আলালপুর এলাকায় ফুলপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিয়ে রাস্তার পাশে ট্রাক পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে একজন মারা যান । গুরুতর আহত হয়েছেন ৩ জন।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, মরদেহ ট্রাকের নিচে আটকা পড়েছিলো। ফায়ার সার্ভিসের সদস্যরা দুই ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করেন। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের ঝালুয়া বাজার এলাকায় দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে
আম্বিয়া খাতুন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে সেনাসদস্যসহ ৪ জন। তাদের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত আম্বিয়া খাতুন উপজেলার আতকাপাড়া গ্রামের হাদিস মিয়ার স্রী। তবে আহত সেনা সদস্যকে ময়মনসিংহ সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নান্দাইল হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল হক জানান, ময়মনসিংহগামী একটি ট্রাক পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশাটি মহাসড়কে উল্টে যায়। এসময় এক সেনা সদস্যসহ ৪ জন আহত হয়। পরে আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আম্বিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

লে.কর্নেল মুনীম ফেরদৌস হলেন র‍্যাবের নতুন মুখপাত্র

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

প্রকাশিত : ০৫:৫০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০

ময়মনসিংহ সদর ও নান্দাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন মারা গেছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ৭ জন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের ময়মনসিংহ সদরের আলালপুর এলাকায় ফুলপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিয়ে রাস্তার পাশে ট্রাক পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে একজন মারা যান । গুরুতর আহত হয়েছেন ৩ জন।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, মরদেহ ট্রাকের নিচে আটকা পড়েছিলো। ফায়ার সার্ভিসের সদস্যরা দুই ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করেন। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের ঝালুয়া বাজার এলাকায় দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে
আম্বিয়া খাতুন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে সেনাসদস্যসহ ৪ জন। তাদের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত আম্বিয়া খাতুন উপজেলার আতকাপাড়া গ্রামের হাদিস মিয়ার স্রী। তবে আহত সেনা সদস্যকে ময়মনসিংহ সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নান্দাইল হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল হক জানান, ময়মনসিংহগামী একটি ট্রাক পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশাটি মহাসড়কে উল্টে যায়। এসময় এক সেনা সদস্যসহ ৪ জন আহত হয়। পরে আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আম্বিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ