পুকুরে মাছ চাষের মাধ্যমে পরিবারের জীবিকা নির্বাহ করতো মৎস্যচাষী জীবন দাস। কয়েকটি পুকুর রয়েছে তার। বেশ কয়েকটি মাছের খাদ্যের দোকান থেকে বাকিতে খাদ্য কিনে এবং ব্যাংক ঋণের মাধ্যমে নিয়মিত মাছের খাদ্যের যোগান দিতে হয়েছে জীবন দাসকে। ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখতেন মাছকে ঘিরে।
স্বপ্ন পূরণের আগেই শত্রুরা প্রায় ৮ লাখ টাকার মাছ রাতের আঁধারে বিশ দিয়ে মেরেছে। এ যেন মাছের মৃত্যু নয়, মাছচাষী জীবন দাসের আশা- আকাঙ্খার মৃত্যু হয়েছে। মাছগুলো পুকুরে যখন ভাসছিল তখন তার চোখে-মুখে চিন্তার ছাপ ভেসে উঠে। বিষ প্রয়োগে মাছ নিধনের নেক্কারজনক ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কালিকাপুর গ্রামে।
মাছ চাষী জীবন দাস জানান, রাইতে হঠাৎ পুকুরে যাইয়া দেহি সব মাছ পুকুরের উপরে ভাইসা গেছে। দেইখা মনে হয় মাথায় আসমান ভাইঙ্গা পড়ছে। এই কাম করলো কে? তহন আমার ডাক-চিৎকারে অনেক লোক চইলা আইছে। মানুষ নামের অমানুষরা আমারে শেষ কইরা দিলোরে!
স্থানীয় সূত্রে জানা যায়, অনেক কষ্ট করে দিন যাপন করতে হয় জীবন দাসের পরিবারের।
রাতের আঁধারে অজ্ঞাত লোকেরা পুকুরের পানির সাথে বিষ মিশিয়ে দেয়। যার ফলে পুকুরের সব মাছ মরে পানির উপরে ভেসে ওঠে। চোখ বন্ধ করে বলা যায় এমন ঘটনা ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে। তবে যে বা যারাই এমন কাজটি করেছে তাদের আইনের আওতায় আনার দাবী জানান স্থানীয়রা।
জীবন দাসের মেয়ে স্বর্ণকা দাস স্বর্ণা জানান, একমাত্র বাবার মাছ চাষের মাধ্যমেই আমাদের সংসার চলে। পুকুরে প্রায় ৮ লাখ টাকার মাছ ছিল। শনিবার গভীর রাতে পানিতে বিষ ডেলে সব মাছকে মারা হয়েছে। পুুুুলিশকে জানালে
রবিবার (২৬ জুলাই) বিকালে পুলিশ এসে পরিদর্শন করে। এখন আমাদের পরিবার সম্পূর্ণভাবে হতাশাগ্রস্থ। আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই!
তিনি জানান, খুব সম্ভবত এই কাজটি করতে পারে আমাদের প্রতিবেশী মোঃ মাসুমসহ আরও কয়েকজন। কারণ কিছুদিন আগে বৃষ্টির রাতে পুকুরের পানি বের হওয়ার রাস্তায় বাঁধা দেয়। এই নিয়ে তাদের সাথে ঝগড়ার সৃষ্টি হলে তারা হুমকি দিয়ে বলেছিলো, এই পুকুরগুলোর মাছ কিভাবে বিক্রি করে তা দেখে নিবে। ৩ দিন আগেও বাবার সাথে তার ঝগড়া হয়, আর গতরাতে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাবা মুক্তাগাছা থানায় সন্দেহভাজনদের নামে অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান তিনি।
সোমবার (২৭ জুুুলাই) বিকালে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষ দিয়ে মাছ নিধনের ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















