০১:৪০ অপরাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫

ডিপজলের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ

কে রে ভাই এই জামাল পাটোয়ারী? আমি শুনিও নাই নাম, চিনিও না। আমার এতো ঠ্যাকা পড়ে নাই ভাই। কেউরে খুইজা, গালাগালি করার বয়স আমার নাই। সময়ও নাই, বয়সও নাই। এই পাটোয়ারী বইলা কোনো লোকরে আমি চিনি না। চিনলে আমি না করবো কেন? আমি কি পোলাপান? আমার কি আর সেই বয়স আছে যে হুমকি দিমু? সোমবার বিকেলে কথাগুলো বলছিলেন চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

এই অভিনেতার বিরুদ্ধে প্রযোজক সমিতির সদস্য জামাল পাটোয়ারীর জিডির প্রসঙ্গে জানতে চাইলে ডিপজল এসব কথা বলেন।

আজ ২৭ জুলাই বেলা ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় গিয়ে ডিপজলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) লিপিবদ্ধ করেছেন জামাল পাটোয়ারী।

জিডিতে ডিপজলের ব্যবহার করা একটি ফোন নম্বর উল্লেখ করে তিনি বলেন, শিল্পী সমিতির জের ধরে গত ২৬ জুলাই আমার মোবাইল ফোনে কল দিয়ে শিল্পী সমিতির সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল তাকে খুনের হুমকি দেন। আর কখনোই বউ বাচ্চার মুখ দেখতে পাবি না, তোর লাশ খোঁজে পাওয়া যাবে না বলে জামালকে হুমকি দেন ডিপজল।

এর আগে আরও দুইবার জামালকে হুমকি দিয়েছেন ডিপজল এমন অভিযোগও উল্লেখ করা হয়েছে জিডিতে। বাধ্য হয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভোগা জামাল পাটোয়ারী পুলিশের দ্বারস্থ হয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ডিপজলের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ

প্রকাশিত : ০৭:২১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০

কে রে ভাই এই জামাল পাটোয়ারী? আমি শুনিও নাই নাম, চিনিও না। আমার এতো ঠ্যাকা পড়ে নাই ভাই। কেউরে খুইজা, গালাগালি করার বয়স আমার নাই। সময়ও নাই, বয়সও নাই। এই পাটোয়ারী বইলা কোনো লোকরে আমি চিনি না। চিনলে আমি না করবো কেন? আমি কি পোলাপান? আমার কি আর সেই বয়স আছে যে হুমকি দিমু? সোমবার বিকেলে কথাগুলো বলছিলেন চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

এই অভিনেতার বিরুদ্ধে প্রযোজক সমিতির সদস্য জামাল পাটোয়ারীর জিডির প্রসঙ্গে জানতে চাইলে ডিপজল এসব কথা বলেন।

আজ ২৭ জুলাই বেলা ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় গিয়ে ডিপজলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) লিপিবদ্ধ করেছেন জামাল পাটোয়ারী।

জিডিতে ডিপজলের ব্যবহার করা একটি ফোন নম্বর উল্লেখ করে তিনি বলেন, শিল্পী সমিতির জের ধরে গত ২৬ জুলাই আমার মোবাইল ফোনে কল দিয়ে শিল্পী সমিতির সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল তাকে খুনের হুমকি দেন। আর কখনোই বউ বাচ্চার মুখ দেখতে পাবি না, তোর লাশ খোঁজে পাওয়া যাবে না বলে জামালকে হুমকি দেন ডিপজল।

এর আগে আরও দুইবার জামালকে হুমকি দিয়েছেন ডিপজল এমন অভিযোগও উল্লেখ করা হয়েছে জিডিতে। বাধ্য হয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভোগা জামাল পাটোয়ারী পুলিশের দ্বারস্থ হয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর