ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমানের উদ্যোগে ধোবাউড়া উপজেলা প্রশাসনের বাস্তবায়নে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ধোবাউড়ায় মাস্ক বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টায় একযোগে সমগ্র উপজেলায় ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান। এসময় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ ও পরিধান করতে সচেতন করা হয়।
উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) কাবেরী জালাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল ফজল,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন,উপজেলা প্রকৌশলী শাহিনূর ফেরদৌস,মৎস অফিসার জাকির হোসেন,প্রকল্প বাস্তবাযন অফিসার জাকির হোসেন,শিক্ষা অফিসার জহির উদ্দিন,যুব উন্নয়ন অফিসার লায়লা আক্তার।
ক্যাম্পেইন বাস্তবায়ন করতে ৭ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দের উদ্যোগে মাস্ক বিতরণ করা হচ্ছে। একই সাথে মাঠে রয়েছেন সেচ্ছাসেবকবৃন্দ।এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগে ক্যাম্পেইন সফল করতে মাস্ক বিতরণ ও সচেতন করা হচ্ছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















