১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

অপুকে জায়েদের সঙ্গে হাতেনাতে ধরেছি: শাকিব

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনেত্রী অপু বিশ্বাসের ডিভোর্সের নেপথ্য হিসেবে উঠে এসেছিল চলচ্চিত্রেরই একাধিক নায়কের নাম। তাদের একজন বাপ্পী চৌধুরী। যিনি সে সময়ই নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন যে, অপুর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অপুকে তিনি নিজের দিদির চোখে দেখেন।

আরেকজনের নাম এতদিন জানা না গেলেও সম্প্রতি তিনি নিজেই নিজের পরিচয় দিলেন। তিনি আর কেউ নন, চিত্রনায়ক জায়েদ খান। এই অভিনেতার সঙ্গে নাকি অপুকে হাতেনাতে ধরেছিলেন তার সাবেক স্বামী শাকিব খান। বহুদিন বাদে এবার জায়েদও তার অবস্থান পরিষ্কার করলেন ফেসবুক লাইভের মাধ্যমে।

সম্প্রতি নিজের অ্যাকাউন্ট থেকে লাইভে এসে জায়েদ খান বলেন, ‘অপু বিশ্বাসের ঘর নাকি আমার কারণে ভেঙেছে এরকম অনেক ব্লেইম দেয়া হয়। আসলে এরকম কিছুই ছিল না। শাকিব ভাই বিভিন্ন টেলিভিশনসহ অনেক জায়গায় বলেছে যে, অপুকে আমি জায়েদের সঙ্গে হাতেনাতে ধরেছি! আমি খুবই লজ্জিত হয়েছি যে, অপু বিশ্বাস তার স্ত্রী। এটা কিভাবে বলতে পারে শাকিব ভাই, আমি বুঝি না। এটা খুবই বাজে একটা কথা।’

প্রকৃত ঘটনার বর্ণনা দিয়ে জায়েদ আরও বলেন, ‘আমি গুলশানে অপু বিশ্বাসের বাসার নিচে তার বোনসহ কথা বলতেছিলাম। আমি তখন একটা সিনেমার বিষয়ে কথা বলতেছিলাম। একজন নায়ক একজন স্টার নায়িকার সঙ্গে কাজ করতে চাইতেই পারে। আর তখন তো আমরা জানতামও না যে অপু শাকিব খানের স্ত্রী ছিল। কারণ বিষয়টা তখনও গোপন ছিল।’

‘আমরা যখন কথা বলতেছিলাম হঠাৎই শাকিব ভাই এসে অপুকে মারতে শুরু করে। আমার সামনে অপুকে লাথি মারলো। তখন আমি শাকিব ভাইকে বললাম ভাই, এটা কী করলেন? বাসার দারোয়ানরা দেখছিল এসব। তখন আমি ভাইকে সাইডে নিয়ে গিয়ে বললাম ভাই, আপনি একজন স্টার মানুষ, আপনি এসব করলে, এখানে দারোয়ান আছে, মানুষজন দেখলে কী বলবে? তখন শাকিব ভাই বলল, না না আমি আর ওর সাথে নাই।’

এরপর এগুলো নিয়ে তিনি বিভিন্ন জায়গায় বলেছেন, আমি অপুকে জায়েদের সঙ্গে হাতেনাতে ধরেছি! এই কথাগুলো আমার খুব খারাপ লেগেছে। তিনি একজন সিনিয়র শিল্পী, তিনি কিভাবে এটা বলতে পারলেন?’

অভিনয়ের পাশাপাশি জায়েদ খান বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তবে কিছুদিন আগে তার বিরুদ্ধে নানা অভিযোগ এনে তাকে বয়কটের ঘোষণা দিয়েছে চলচ্চিত্রের ১৮ সংগঠন।

পাশাপাশি সমিতির সভাপতি খল অভিনেতা মিশা সওদাগরকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে। এই দুই শিল্পী নেতাকে প্রত্যাহারের দাবিতে সম্প্রতি এফডিসির সামনে মানববন্ধনও করে শিল্পী সমিতি থেকে সদস্যপদ হারানো অভিনয়শিল্পীরা। তারই মধ্যে শাকিব-অপুকে নিয়ে এই বোমা ফাটালেন জায়েদ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

আমি কুমিল্লার মানুষের হৃদয়ে নাম লিখতে চাই : নবাগত জেলা প্রশাসক

অপুকে জায়েদের সঙ্গে হাতেনাতে ধরেছি: শাকিব

প্রকাশিত : ০৪:৩৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনেত্রী অপু বিশ্বাসের ডিভোর্সের নেপথ্য হিসেবে উঠে এসেছিল চলচ্চিত্রেরই একাধিক নায়কের নাম। তাদের একজন বাপ্পী চৌধুরী। যিনি সে সময়ই নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন যে, অপুর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অপুকে তিনি নিজের দিদির চোখে দেখেন।

আরেকজনের নাম এতদিন জানা না গেলেও সম্প্রতি তিনি নিজেই নিজের পরিচয় দিলেন। তিনি আর কেউ নন, চিত্রনায়ক জায়েদ খান। এই অভিনেতার সঙ্গে নাকি অপুকে হাতেনাতে ধরেছিলেন তার সাবেক স্বামী শাকিব খান। বহুদিন বাদে এবার জায়েদও তার অবস্থান পরিষ্কার করলেন ফেসবুক লাইভের মাধ্যমে।

সম্প্রতি নিজের অ্যাকাউন্ট থেকে লাইভে এসে জায়েদ খান বলেন, ‘অপু বিশ্বাসের ঘর নাকি আমার কারণে ভেঙেছে এরকম অনেক ব্লেইম দেয়া হয়। আসলে এরকম কিছুই ছিল না। শাকিব ভাই বিভিন্ন টেলিভিশনসহ অনেক জায়গায় বলেছে যে, অপুকে আমি জায়েদের সঙ্গে হাতেনাতে ধরেছি! আমি খুবই লজ্জিত হয়েছি যে, অপু বিশ্বাস তার স্ত্রী। এটা কিভাবে বলতে পারে শাকিব ভাই, আমি বুঝি না। এটা খুবই বাজে একটা কথা।’

প্রকৃত ঘটনার বর্ণনা দিয়ে জায়েদ আরও বলেন, ‘আমি গুলশানে অপু বিশ্বাসের বাসার নিচে তার বোনসহ কথা বলতেছিলাম। আমি তখন একটা সিনেমার বিষয়ে কথা বলতেছিলাম। একজন নায়ক একজন স্টার নায়িকার সঙ্গে কাজ করতে চাইতেই পারে। আর তখন তো আমরা জানতামও না যে অপু শাকিব খানের স্ত্রী ছিল। কারণ বিষয়টা তখনও গোপন ছিল।’

‘আমরা যখন কথা বলতেছিলাম হঠাৎই শাকিব ভাই এসে অপুকে মারতে শুরু করে। আমার সামনে অপুকে লাথি মারলো। তখন আমি শাকিব ভাইকে বললাম ভাই, এটা কী করলেন? বাসার দারোয়ানরা দেখছিল এসব। তখন আমি ভাইকে সাইডে নিয়ে গিয়ে বললাম ভাই, আপনি একজন স্টার মানুষ, আপনি এসব করলে, এখানে দারোয়ান আছে, মানুষজন দেখলে কী বলবে? তখন শাকিব ভাই বলল, না না আমি আর ওর সাথে নাই।’

এরপর এগুলো নিয়ে তিনি বিভিন্ন জায়গায় বলেছেন, আমি অপুকে জায়েদের সঙ্গে হাতেনাতে ধরেছি! এই কথাগুলো আমার খুব খারাপ লেগেছে। তিনি একজন সিনিয়র শিল্পী, তিনি কিভাবে এটা বলতে পারলেন?’

অভিনয়ের পাশাপাশি জায়েদ খান বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তবে কিছুদিন আগে তার বিরুদ্ধে নানা অভিযোগ এনে তাকে বয়কটের ঘোষণা দিয়েছে চলচ্চিত্রের ১৮ সংগঠন।

পাশাপাশি সমিতির সভাপতি খল অভিনেতা মিশা সওদাগরকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে। এই দুই শিল্পী নেতাকে প্রত্যাহারের দাবিতে সম্প্রতি এফডিসির সামনে মানববন্ধনও করে শিল্পী সমিতি থেকে সদস্যপদ হারানো অভিনয়শিল্পীরা। তারই মধ্যে শাকিব-অপুকে নিয়ে এই বোমা ফাটালেন জায়েদ।

বিজনেস বাংলাদেশ/ এ আর