নওগাঁ সদরের মাদার মোল্লা বাজারে রিকসা চালক উজ্জ্বল হোসেনকে হত্যার মাত্র ৩০ ঘন্টার মধ্যে হত্যাকারি বখেটে রিংকু হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিংকু হোসেনকে আজ বৃহস্পতিবার ভোরে বগুড়ায় থেকে পলাতক অবস্থায় গ্রেপ্তার করে নওগাঁ সদর মডেল থানার পুলিশ।
নওগাঁ সদর মডেল চত্তরে আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এসর তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রাকিবুল আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) ফারজানা হোসেন, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাওয়াদী হোসেন প্রমুখ।
পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া জানান, উপজেলার মাদার মোল্লা বাজারে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভাড়া নিয়ে বাকবিতন্ডার এক পর্যায় ছুরিকাঘাতে রিকসা চালক উজ্জ্বল হোসেন হত্যা করে রিংকু। এরপর ঘটনাস্থল থেকে রিংকু পালিয়ে যায়। ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে পুলিশ রিংকুকে গ্রেপ্তারের তৎপরতা শুরু করে। সেল ফোন ট্যাকিংএর সাহায্যে মাত্র ৩০ ঘন্টার মধ্যে বগুড়ায় লুকিয়ে থাকায় অবস্থায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
উল্লেখ্য, মাদার মোল্লা বাজার থেকে সন্ধ্যায় গ্রামের বাড়ি খিদিরপুরে যাওয়ার জন্যে বখেটে রিংকু হোসেন উজ্জ্বলের রিকসা ভাড়া নেয়। কিন্তু রিংকুর কাছে কোন টাকা নেই বলে জানালে উজ্জ্বল রিকসা নিয়ে যেতে অনিচ্ছা প্রকাশ করেন। এ সময় উজ্জ্বলকে চাপ দিয়ে জোর করে রিকসা নিয়ে যেতে চাইলে রিংকুর সাথে বাকবিতন্ডা হয়। এমতাবস্তায় রিংকুর হাতে থাকা ছুরি দিয়ে উজ্জ্বলকে উপর্যপরি আঘাত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উজ্জ্বলকে মৃত ঘোষণা করেন। উজ্জ্বলেরও বাড়ি একই গ্রামে।
০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম :
রিকসা চালকের হত্যাকারি রিংকু গ্রেপ্তার
-
তমাল ভৌমিক, নওগাঁ প্রতিনিধি
- প্রকাশিত : ০৫:২৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০
- 63
জনপ্রিয়