ঈদ উপলক্ষে স্বামী, শ্বাশুড়ি ও মেয়েকে সাথে নিয়ে বাবার বাড়িতে যাচ্ছিলেন হামিদা বেগম। বাবার বাড়িতে যাবার পথে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান হামিদা। শুক্রবার (৭ আগষ্ট) বেলা আড়াইটার দিকে এই ঘটনাটি ঘটে।
জানা যায়, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাদিকলমহনা গ্রামে বাসিন্দা কৃষক হাবিবুর রহমান বিয়ে করেন নান্দাইল উপজেলার হামিদা বেগমকে (৩৫)। তাদের সংসারে ফারজানা (৫) নামে একটি কন্যা সন্তানও রয়েছে। ঈদ উপলক্ষে বাবার বাড়ি নান্দাইলে বেড়াতে যাচ্ছিলেন হামিদা। স্বামী, সন্তান ও শ্বাশুড়ি আমিরুন নেসাকেও সাথে নিয়েছিলেন। কিন্তু ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জের মাইজবাগ পাছপাড়া এলাকায় এসে দুর্ঘটনার কবলে পাড়ি হামিদাদের বহনকরা সিএনজি চালিত অটোরিকশাটি। শুক্রবার বেলা আড়াইটার দিকে সিএনজি চালিত অটোরিকশাটি রাস্তার পাশে অপেক্ষমান একটি ট্রাকের পেছন দিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় হামিদা বেগমের। তখন হাল্কা আঘাত পায় স্বামী হাবিবুর রহমান, শ্বাশুড়ি আমিরুন নেসা ও মেয়ে ফারজানা বেগম। তবে কেউ হাসপাতালে যাওয়ার মতো গুরুতর আহত হয়নি।
হামিদার স্বামী হাবিবুর রহমান চোখে পানি নিয়ে আহাজারি করে বলতে থাকেন, ঈদ উপলক্ষে শশুর বাড়িতে যাচ্ছিলাম। হামিদা বাবার বাড়ি গিয়ে আনন্দ করবে, তাই অনেক খুশি ছিল। কেদেঁ কেদেঁ বলেন হায় খোদা-কি থেকে কি হয়ে গেলো। বেড়াতে যাওয়ার পথে আমার সর্বনাশ হয়ে গেলো। আমাদের কারো কিছু হলো না কিন্তু আমার স্ত্রীকে আল্লাহ কেড়ে নিলো। তখন ৫ বছরের শিশু ফারজানা মায়ের লাশের পাশে অঝোরে কেঁদতে থাকে।
এ ঘটনার খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেনের নেতৃত্বে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। বেড়াতে যাওয়ার পথে হামিদার মৃত্যু হওয়ায় লাশ নিয়ে সড়কের ওপরেই চলে স্বামী, সন্তান ও শ্বাশুড়ির আহাজারি। চোখের সামনে পূত্রবধূর মর্মান্তিক মৃত্যুতে বৃদ্ধা শ্বাশুড়ি আমিরুন নেসাও আহাজারি করেন হামিদার লাশের পাশে।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন বলেন, সিএনজি চালিত অটোরিকশাটি নিয়ন্ত্রন হারিয়ে অপেক্ষমান ট্রাকের পেছনে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই নারীর মৃত্যু হয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. মোখলেসুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।




















