প্রণব মুখার্জি করোনায় আক্রান্ত

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। টুইট বার্তায় বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
টুইটের বরাতে সোমবার (১০ আগস্ট) দুপুরে ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করে।
প্রণব মুখার্জি লেখেন, বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমি আজ হাসপাতালে যাই, সেখানে পরীক্ষা করার পর আমার কোভিড-১৯ পজিটিভ আসে।
গত সপ্তাহে যারা তার কাছাকাছি এসেছেন, টুইটে তিনি তাদের স্বেচ্ছায় আইসোলেশনে যাওয়ার এবং কোভিড-১৯ পরীক্ষা করারও অনুরোধ জানান।
বিজনেস বাংলাদেশ/ এ আর