শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু এমপি’র সুস্থতা কামনায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় শরীয়তপুর শহরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ভিপি শেখ আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তাইজুল ইসলাম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অনল কুমার দে। বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান আকন্দ উজ্জল, সদস্য এ্যাড.আলমগীর মুন্সী।
এতে অংশগ্রহণ করেন, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক সামসুল হক আকন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাকির হোসেন খান ডিকেন, সহ-সভাপতি এমএ ছালাম সরদার, সহ-সভাপতি আমির হোসেন শিকদার, সহ-সভাপতি আমির হোসেন হাওলাদার, যুগ্ম সাধারন সম্পাদক শাহদাত হোসেন পাহাড়, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সোহাগ খান, সাংগঠনিক সম্পাদক মালেক হোসেন অপু, দপ্তর সম্পাদক মাহবুব ইসলাম সবুজ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলমগীর চৌকিদার, কৃষি বিষয়ক সম্পাদক সালেক খান, সহ-স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জুয়েল সরদার, জাজিরা উপজেলার সাধারন সম্পাদক এমদাদ মাদবর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক শাহবাজ হোসেন বর্ষণ,শরীয়তপুর জেলা ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান শাওন, যুবলীগ নেতা লিটন বেপারী, স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান মাসুদ খান, সুমন বেপারী, মনির হোসেন, এইচএম ইকবাল শান্ত, অনিক, রিয়াজ সরদার প্রমূখ।
এসময় বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মা মাগফিরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু কামনা ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু’র সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মাওলানা আব্দুল হান্নান।
বিজনেস বাংলাদেশ/ এ আর