০৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

কোহলির বিয়ের আংটি গলায়!

ক’দিন আগেই করেছেন বিয়ে। আর সেই বিয়ের আংটি হাতে না পরে ভারত অধিনায়ক বিরাট কোহলি ঝুলিয়ে দিলেন গলায়! এই বেশেই দক্ষিণ আফ্রিকার মাটিতে চলল প্র্যাকটিস সেশন। যেহেতু নতুন বউকেও সফরে নিয়ে গেছেন, তাই দ্বিতীবারের মত হানিমুনও চলছে। কিন্তু আংটি গলায় পরার রহস্য কী?

বিয়ের আংটি গলায় চেনে ঝুলিয়ে প্র্যাকটিস করেছেন কোহলি। আসলে অনুশীলনে আঙুলে আঘাত লাগার ভয়ে আংটি পরতে পারেন না ক্রিকেটাররা। কোচেরা অনুমতিও দেন না। কিন্তু বিয়ের যেহেতু একমাসও হয়নি; তাই আংটিটা হাত থেকে একেবারে ডেস্কে রেখে দেওয়া সাহস পাননি কোহলি। তাই সমাধান হিসেবে বিশেষ সেই আংটি ঠাঁই পেল গলায়।

দক্ষিণ আফ্রিকায় পা-দিয়েই আনুশকাকে নিয়ে ছোট্ট ট্রিপে বেরিয়ে পড়েছিলেন কোহলি। কেপটাউনের সমুদ্র সৈকতে তুলেছেন নতুন বছরের প্রথম সেলফি। বিদেশ সফরে চাপমুক্ত থাকতেই মাঝে মাঝেই আনুশকাকে নিয়ে শপিং কিংবা ছোট্ট ট্রিপে বেরিয়ে পড়তে দেখা গেছে কোহলিকে। এবার অনুশীলনে ভারত অধিনায়ককে দেখে ‘বিবাহিত’ বলেই মনে হল।

৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। এই সফরই হবে বিরাট কোহলির আসল পরীক্ষা। যেটা অধিনায়ক হিসেবেও আবারও ব্যাটসম্যান হিসেবেও। দেখা যাক, আনুশকা ভাগ্য কোহলিকে এবার কেমন সাফল্য এনে দেয়।

ট্যাগ :
জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

কোহলির বিয়ের আংটি গলায়!

প্রকাশিত : ০৭:১৬:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮

ক’দিন আগেই করেছেন বিয়ে। আর সেই বিয়ের আংটি হাতে না পরে ভারত অধিনায়ক বিরাট কোহলি ঝুলিয়ে দিলেন গলায়! এই বেশেই দক্ষিণ আফ্রিকার মাটিতে চলল প্র্যাকটিস সেশন। যেহেতু নতুন বউকেও সফরে নিয়ে গেছেন, তাই দ্বিতীবারের মত হানিমুনও চলছে। কিন্তু আংটি গলায় পরার রহস্য কী?

বিয়ের আংটি গলায় চেনে ঝুলিয়ে প্র্যাকটিস করেছেন কোহলি। আসলে অনুশীলনে আঙুলে আঘাত লাগার ভয়ে আংটি পরতে পারেন না ক্রিকেটাররা। কোচেরা অনুমতিও দেন না। কিন্তু বিয়ের যেহেতু একমাসও হয়নি; তাই আংটিটা হাত থেকে একেবারে ডেস্কে রেখে দেওয়া সাহস পাননি কোহলি। তাই সমাধান হিসেবে বিশেষ সেই আংটি ঠাঁই পেল গলায়।

দক্ষিণ আফ্রিকায় পা-দিয়েই আনুশকাকে নিয়ে ছোট্ট ট্রিপে বেরিয়ে পড়েছিলেন কোহলি। কেপটাউনের সমুদ্র সৈকতে তুলেছেন নতুন বছরের প্রথম সেলফি। বিদেশ সফরে চাপমুক্ত থাকতেই মাঝে মাঝেই আনুশকাকে নিয়ে শপিং কিংবা ছোট্ট ট্রিপে বেরিয়ে পড়তে দেখা গেছে কোহলিকে। এবার অনুশীলনে ভারত অধিনায়ককে দেখে ‘বিবাহিত’ বলেই মনে হল।

৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। এই সফরই হবে বিরাট কোহলির আসল পরীক্ষা। যেটা অধিনায়ক হিসেবেও আবারও ব্যাটসম্যান হিসেবেও। দেখা যাক, আনুশকা ভাগ্য কোহলিকে এবার কেমন সাফল্য এনে দেয়।