বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবির) ৪৯টি কম্পিউটার চুরির সাথে জড়িত থাকার অভিযোগে গোপালগঞ্জের গোপিনাথপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পলাশ শরীফকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের গোপালগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানা যায়। সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পী ও সাধারণ সম্পাদক মোল্লা মো. ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়,বশেমুরবিপ্রবির ৪৯টি কম্পিউটার চুরির বিষয়ে সদর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের সভাপতি পলাশ শরিফের জড়িত থাকার অভিযোগ উঠেছে।
এর পরিপ্রেক্ষিতে সভাপতি পদ থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হলো।আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সংগঠনের সকল প্রকার কর্মকাণ্ড থেকে তাকে বিরত থাকার আদেশ দেয়া হলো। এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১০টার দিকে বনানী থানা পুলিশ রাজধানীর বনানী এলাকার হোটেল ক্রিস্টাল ইন থেকে কম্পিউটারগুলো উদ্ধার করে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালিয়ে কম্পিউটারগুলো উদ্ধার করা হয়েছে এবং হোটেল ম্যানেজার (হোটেলটির ৩ জন মালিকের মধ্যে একজন) দুলাল মিয়া ও হোটেল বয় হুমায়ুন কবিরকে আটক করা হয়েছে।
পরবর্তীতে উদ্ধারকৃত কম্পিউটার এবং আটককৃত ব্যক্তিদেরকে রাতে গোপালগঞ্জ সদর থানার কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোটেল মালিক দুলাল মিয়া বলেছেন তিনি কম্পিউটার গুলো পলাতক পলাশ শরিফের কাছ থেকে ক্রয় করেছিলেন।
এ বিষয়ে কম্পিউটার চুরির ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃক দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিজান জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ছাত্র মাসরুল ইসলাম পনি সহ মোট সাতজনকে আটক করা হয়েছে। আর যুবলীগ নেতা পলাশ শরীফ সহ কয়েকজন পলাতক রয়েছেন। প্রসঙ্গত, ইদ-উল-আযহার ছুটিতে বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়েছে। এ ঘটনায় সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা ও করা হয়।
বিজনেস বাংলাদেশ / আতিক





















