‘জাতীয় যুব সংসদ বাংলাদেশ’ এর আন্তর্জাতিক ও জেলা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরো ৬ সংগঠক। এদের মধ্যে ১ জন আন্তর্জাতিক পর্যায়ের সংগঠক। জাতীয় পর্যায়ে দায়িত্বে রয়েছেন আরো ৫ ব্যক্তি।
বুধবার জাতীয় যুব সংসদ বংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক মেহেদী হাসান বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আন্তর্জাতিক পর্যায়ে দায়িত্ব প্রাপ্ত হলেন, আন্তর্জাতিক সাংগঠনিক ইউনিট মধ্য ইউরোপ বিষয়ক সমন্বয়ক সালাউদ্দিন মাহমুদ সামির।
বাংলাদেশ শাখায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শাখার প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করবেন মো. বাহার উদ্দিন, সাউথ-ইস্ট ইউনিভার্সিটি’র মো: রিফাত আহমেদ চৌধুরী, ফরিদপুর জেলা তানভিরুল ইসলাম সাকিব, কুমিল্লা জেলা (দক্ষিণ) এর মো: আজাদ সরকার লিটন, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর শাখার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তারিকুল ইসলাম স্বাধীন ।
বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহবায়ক মো. ইমাম হোসাইন ও সদস্য সচিব মো. মুহিবুল্লাহ নতুন দায়িত্বপ্রাপ্তদের শুভেচ্ছা জানিয়েছেন। সেই সাথে প্রত্যেককে নিষ্ঠার সাথে কাজ করার প্রতি আহ্বান জানিয়েছেন।


























