০১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

কুষ্টিয়ায় নতুন সংযোজন স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপন উদ্বোধন

পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কর্তৃপক্ষ ওজোপাডিকো লি: কুষ্টিয়ার গ্রাহক সেবা নিশ্চিত করতে নতুন কারিগরি সংযোজন হিসেবে স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। করোনাকালীন সামাজিক দুরত্ব নিশ্চিতে ডিজিটাল প্রযুক্তির নেটওয়ার্ক জুম মিটিং এ্যাপসের মাধ্যমে মঙ্গলবার ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শফিক উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে যোগদান করে এই স্মার্ট মিটার স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

কুষ্টিয়া শহরের ম.আ. রহিম সড়ক (পিটিআই রোডস্থ) এ সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ এর বাড়িতে জেলার প্রথম স্মার্ট প্রি-পেইড মিটার উন্মুক্ত করা হয়। এসময় সংসদ সদস্য হানিফ জেলার বিদ্যুৎ গ্রাহকদের নানামুখী ভোগান্তি ও হয়রানির চিত্র তুলে ধরে মানসম্মত সেবা নিশ্চিতে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রতি আহবান করেন।

গ্রাহকের মান সম্মত সেবা নিশ্চিতে হাতে নেয়া এই স্মার্ট মিটার প্রকল্পের নানামুখী সুবিধা সংক্রান্ত কারিগড়ি তথ্য উপস্থাপন করে সংশ্লিষ্ট প্রকৌশলী বলেন, কোভিড ১৯ ভাইরাসের মোকাবেলা করার জন্য সামাজিক দুরত্ব বজায় রেখে বিদ্যুৎ সেবা, বিদ্যুৎ বিল প্রদানের জন্য সময়োপযোগী সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হলো। প্রি পেইড মিটার ব্যবহার এর ফলে বেশ কিছু সুবিধা হবে বলে ওজোপাডিকো কর্তৃপক্ষ উল্লেখ করেন। বিদ্যুৎ বিলের উপর ১% রিবেট সুবিধা, আবাসিক গ্রাহকের /বানিজ্যিক গ্রাহকের নতুন সংযোগের জন্য জামানত লাগবে না। জামানত বাবদ ১০০০/১২০০ টাকা কম খরচ হবে। বিকেল ৪ টা থেকে পরদিন সকাল ১০ টা পর্যন্ত মিটারে ব্যলান্স না থাকলেও সংযোগ বন্ধ হবে না। তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মিটার ভাড়া বাবদ ৪০ টাকা প্রযোজ্য হবে। এক মাসে একাধিক বার মিটারে ব্যালান্স নিলেও একবারই ডিম্যান্ড চার্জ কাটবে।
ওজোপাডিকো লি: কুষ্টিয়ার তত্ত¡াবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান জানান, কুষ্টিয়ায় প্রায় ৬০হাজার গ্রাহকের মধ্যে প্রাথমিক ভাবে ২৯হাজার গ্রাহকের বাড়িতে এই মিটার স্থাপন করা হবে পরবর্তীতে পর্যায় ক্রমে সকল গ্রাহকের প্রি পেইড বসানো হবে। প্রথম দিকে ওজোপাডিকোর সকল কর্ম কর্তা কর্মচারীদের বাসায় প্রি পেইড মিটার লাগানো হবে পরবর্তীতে সকল গ্রাহকের বাসায় মিটার প্রতিস্থাপন করা হবে। এই স্মার্ট প্রিপেইড মিটার এর উৎপাদন কারখানা টি ওজোপাডিকোর নিজস্ব প্রতিষ্ঠান, বাংলাদেশ, চীন যৌথ উদ্যোগে প্রতিষ্ঠান টি থেকে স্মার্ট প্রিপেইড মিটার প্রস্তুত করা হচ্ছে।

তত্তাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমানের সঞ্চালনায় এই প্রি-পেইড স্মার্ট মিটার উদ্বোধনী জুম মিটিংএ অংশ নিয়েছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ সদর উদ্দিন খান, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ জেলার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ ছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহে জেলার ওজোপাডিকো কর্মকর্তাবৃন্দ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

মুরাদনগরের সাবেক ৫বারের এমপি কায়কোবাদের অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ

কুষ্টিয়ায় নতুন সংযোজন স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপন উদ্বোধন

প্রকাশিত : ০৪:৩৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০

পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কর্তৃপক্ষ ওজোপাডিকো লি: কুষ্টিয়ার গ্রাহক সেবা নিশ্চিত করতে নতুন কারিগরি সংযোজন হিসেবে স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। করোনাকালীন সামাজিক দুরত্ব নিশ্চিতে ডিজিটাল প্রযুক্তির নেটওয়ার্ক জুম মিটিং এ্যাপসের মাধ্যমে মঙ্গলবার ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শফিক উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে যোগদান করে এই স্মার্ট মিটার স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

কুষ্টিয়া শহরের ম.আ. রহিম সড়ক (পিটিআই রোডস্থ) এ সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ এর বাড়িতে জেলার প্রথম স্মার্ট প্রি-পেইড মিটার উন্মুক্ত করা হয়। এসময় সংসদ সদস্য হানিফ জেলার বিদ্যুৎ গ্রাহকদের নানামুখী ভোগান্তি ও হয়রানির চিত্র তুলে ধরে মানসম্মত সেবা নিশ্চিতে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রতি আহবান করেন।

গ্রাহকের মান সম্মত সেবা নিশ্চিতে হাতে নেয়া এই স্মার্ট মিটার প্রকল্পের নানামুখী সুবিধা সংক্রান্ত কারিগড়ি তথ্য উপস্থাপন করে সংশ্লিষ্ট প্রকৌশলী বলেন, কোভিড ১৯ ভাইরাসের মোকাবেলা করার জন্য সামাজিক দুরত্ব বজায় রেখে বিদ্যুৎ সেবা, বিদ্যুৎ বিল প্রদানের জন্য সময়োপযোগী সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হলো। প্রি পেইড মিটার ব্যবহার এর ফলে বেশ কিছু সুবিধা হবে বলে ওজোপাডিকো কর্তৃপক্ষ উল্লেখ করেন। বিদ্যুৎ বিলের উপর ১% রিবেট সুবিধা, আবাসিক গ্রাহকের /বানিজ্যিক গ্রাহকের নতুন সংযোগের জন্য জামানত লাগবে না। জামানত বাবদ ১০০০/১২০০ টাকা কম খরচ হবে। বিকেল ৪ টা থেকে পরদিন সকাল ১০ টা পর্যন্ত মিটারে ব্যলান্স না থাকলেও সংযোগ বন্ধ হবে না। তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মিটার ভাড়া বাবদ ৪০ টাকা প্রযোজ্য হবে। এক মাসে একাধিক বার মিটারে ব্যালান্স নিলেও একবারই ডিম্যান্ড চার্জ কাটবে।
ওজোপাডিকো লি: কুষ্টিয়ার তত্ত¡াবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান জানান, কুষ্টিয়ায় প্রায় ৬০হাজার গ্রাহকের মধ্যে প্রাথমিক ভাবে ২৯হাজার গ্রাহকের বাড়িতে এই মিটার স্থাপন করা হবে পরবর্তীতে পর্যায় ক্রমে সকল গ্রাহকের প্রি পেইড বসানো হবে। প্রথম দিকে ওজোপাডিকোর সকল কর্ম কর্তা কর্মচারীদের বাসায় প্রি পেইড মিটার লাগানো হবে পরবর্তীতে সকল গ্রাহকের বাসায় মিটার প্রতিস্থাপন করা হবে। এই স্মার্ট প্রিপেইড মিটার এর উৎপাদন কারখানা টি ওজোপাডিকোর নিজস্ব প্রতিষ্ঠান, বাংলাদেশ, চীন যৌথ উদ্যোগে প্রতিষ্ঠান টি থেকে স্মার্ট প্রিপেইড মিটার প্রস্তুত করা হচ্ছে।

তত্তাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমানের সঞ্চালনায় এই প্রি-পেইড স্মার্ট মিটার উদ্বোধনী জুম মিটিংএ অংশ নিয়েছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ সদর উদ্দিন খান, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ জেলার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ ছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহে জেলার ওজোপাডিকো কর্মকর্তাবৃন্দ।

বিজনেস বাংলাদেশ/ এ আর