নওগাঁয় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে টিফিন ক্যারিয়ার ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা হলরুমে এতে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।
এ সময় সদর উজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ২০১৯-২০ অর্থ বছরের বার্ষিক তহবিল উন্নয়ন সহয়তা (এডিপি) এর আওতায় ১৫০টি টিফিন ক্যারিয়ার ও ৪৮টি বাইসাইকেল বিতরণ করেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ