০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

প্রথমবারের মতো খোঁজ মিলল বিরল সোনালি কচ্ছপের

বিরল সোনালি কচ্ছপটি

নেপালে প্রথমবারের মতো একটি বিরল সোনালি কচ্ছপের খোঁজ পাওয়া গেছে। এক প্রতিবেদনে ডেইলি মেইল এ তথ্য জানিয়েছে।

মিথিলা ওয়াইল্ডলাইফ ট্রাস্টের তথ্যানুযায়ী, কচ্ছপটিকে একটি ভারতীয় ফ্ল্যাপশেল টার্টল বা লিসেমিস পাঙ্কটা অ্যান্ডারসোনি হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিরল জিনগত পরিবর্তনের কারণে এই ভিন্ন রঙ পেয়েছে কচ্ছপটি।

এই নিয়ে বিশ্বে পঞ্চমবারের মতো লিসেমিস পাঙ্কটা অ্যান্ডারসোনি প্রজাতির একটি সোনালি কচ্ছপের দেখা মিললো। তবে নেপালে এই প্রথম দেখা গেছে কচ্ছপটি।

এক বিবৃতিতে মিথিলা ট্রাস্ট জানিয়েছে, ধনুশধাম বনের প্রাণী রক্ষক চন্দ্রদিপ সদা এই কচ্ছপটি উদ্ধার করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কচ্ছপের ছবিটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

এর আগে, গত জুলাই মাসে উড়িষ্যায় একটি বিরল প্রজাতির হলুদ কচ্ছপের দেখা মেলে।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

প্রথমবারের মতো খোঁজ মিলল বিরল সোনালি কচ্ছপের

প্রকাশিত : ০৬:২৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০

নেপালে প্রথমবারের মতো একটি বিরল সোনালি কচ্ছপের খোঁজ পাওয়া গেছে। এক প্রতিবেদনে ডেইলি মেইল এ তথ্য জানিয়েছে।

মিথিলা ওয়াইল্ডলাইফ ট্রাস্টের তথ্যানুযায়ী, কচ্ছপটিকে একটি ভারতীয় ফ্ল্যাপশেল টার্টল বা লিসেমিস পাঙ্কটা অ্যান্ডারসোনি হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিরল জিনগত পরিবর্তনের কারণে এই ভিন্ন রঙ পেয়েছে কচ্ছপটি।

এই নিয়ে বিশ্বে পঞ্চমবারের মতো লিসেমিস পাঙ্কটা অ্যান্ডারসোনি প্রজাতির একটি সোনালি কচ্ছপের দেখা মিললো। তবে নেপালে এই প্রথম দেখা গেছে কচ্ছপটি।

এক বিবৃতিতে মিথিলা ট্রাস্ট জানিয়েছে, ধনুশধাম বনের প্রাণী রক্ষক চন্দ্রদিপ সদা এই কচ্ছপটি উদ্ধার করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কচ্ছপের ছবিটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

এর আগে, গত জুলাই মাসে উড়িষ্যায় একটি বিরল প্রজাতির হলুদ কচ্ছপের দেখা মেলে।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত