০৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

বিলাসবহুল বাড়ি কিনলেন হ্যারি মেগান দম্পতি

ক্যালিফোর্নিয়ার উপকূলীয় শহর সান্তা বারবারায় নতুন বিলাসবহুল বাড়িটি প্রিন্স হ্যারি তার স্ত্রী মেগানের নামেই তালিকাভুক্ত করেছেন। এটিতে খরচ পড়েছে ১১ মিলিয়ন পাউন্ড।

আবাসন খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিশ্লেষকরা দাবি করেছেন, বাড়িটির করের কাগজপত্রে দেখা গেছে মাল্টিমিলিয়ন পাউন্ডের এ সম্পদ মেগানের নামেই করে দেয়া হয়েছে।

ব্রিটিশ রাজ দম্পতিকে বাড়িটি কিনতে মরগেজ রাখতে হয়েছে ৭ মিলিয়ন পাউন্ড। ক্যালিফোর্নিয়ার এ বাড়িটিতে ৯টি শয়ন কক্ষ রয়েছে।

বাড়িটির মালিক ছিলেন রুশ বিনিয়োগকারী সের্গেই গ্রিশিন। তার কিছু দেনা থাকায় বাড়িটি বিক্রি করে দেন। কানাডার সাময়িকী দি কিট বলছে এই বাড়িটির হস্তান্তর কোনো বেসরকারি কোম্পানির সাধারণ বাড়ি বিক্রির মত বিষয় নয়। বাড়িটি ক্রয়ের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার অনেক তথ্যই এক্ষেত্রে গোপন রাখা হয়েছে।

প্রিন্স হ্যারি এখনো ব্রিটিশ নাগরিক এবং যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্যে বা গ্রিন কার্ডের জন্যে আবেদন করার কোনো ইচ্ছে এখন পর্যন্ত নেই। তবে এ রাজ দম্পতি ব্রিটেনের ফ্রগমোর কটেজের উইন্ডশোর হোম সংস্কারের জন্যে এখনো ২.৪ মিলিয়ন পাউন্ড ঋণ নেয়ার পর তা পরিশোধ করেননি। তাদের মোট সম্পদের পরিমান ৩৩ মিলিয়ন পাউন্ড। সূত্র : ডেইলি মেইল

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

একজন ব্যবসায়ী বান্ধব নেতা ওয়াহিদুল হাসান দিপু

বিলাসবহুল বাড়ি কিনলেন হ্যারি মেগান দম্পতি

প্রকাশিত : ০২:২৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০

ক্যালিফোর্নিয়ার উপকূলীয় শহর সান্তা বারবারায় নতুন বিলাসবহুল বাড়িটি প্রিন্স হ্যারি তার স্ত্রী মেগানের নামেই তালিকাভুক্ত করেছেন। এটিতে খরচ পড়েছে ১১ মিলিয়ন পাউন্ড।

আবাসন খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিশ্লেষকরা দাবি করেছেন, বাড়িটির করের কাগজপত্রে দেখা গেছে মাল্টিমিলিয়ন পাউন্ডের এ সম্পদ মেগানের নামেই করে দেয়া হয়েছে।

ব্রিটিশ রাজ দম্পতিকে বাড়িটি কিনতে মরগেজ রাখতে হয়েছে ৭ মিলিয়ন পাউন্ড। ক্যালিফোর্নিয়ার এ বাড়িটিতে ৯টি শয়ন কক্ষ রয়েছে।

বাড়িটির মালিক ছিলেন রুশ বিনিয়োগকারী সের্গেই গ্রিশিন। তার কিছু দেনা থাকায় বাড়িটি বিক্রি করে দেন। কানাডার সাময়িকী দি কিট বলছে এই বাড়িটির হস্তান্তর কোনো বেসরকারি কোম্পানির সাধারণ বাড়ি বিক্রির মত বিষয় নয়। বাড়িটি ক্রয়ের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার অনেক তথ্যই এক্ষেত্রে গোপন রাখা হয়েছে।

প্রিন্স হ্যারি এখনো ব্রিটিশ নাগরিক এবং যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্যে বা গ্রিন কার্ডের জন্যে আবেদন করার কোনো ইচ্ছে এখন পর্যন্ত নেই। তবে এ রাজ দম্পতি ব্রিটেনের ফ্রগমোর কটেজের উইন্ডশোর হোম সংস্কারের জন্যে এখনো ২.৪ মিলিয়ন পাউন্ড ঋণ নেয়ার পর তা পরিশোধ করেননি। তাদের মোট সম্পদের পরিমান ৩৩ মিলিয়ন পাউন্ড। সূত্র : ডেইলি মেইল

বিজনেস বাংলাদেশ/ এ আর