সুনামগঞ্জেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার জয়কলশ ইউনিয়নের গাগলী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া।
মারা যাওয়া দুই শিশু হল, গাগলী গ্রামের সৈয়দুর রহমান এর ছেলে সাহিম মিয়া (৬) ও সাহিদুর রহমানের মেয়ে মারিয়া বেগম (৪)। দুই শিশু সম্পর্কে আপন চাচাতো ভাইবোন।
স্থানীয়দের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান, দুপুরের দিকে বাড়ির পাশের খালে খেলতে গিয়ে পানিতে ডুবে যায় দুই শিশু। পরে আত্নীয়স্বজনরা খোঁজাখুজি করে খালের পানি থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।
ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া আরও জানান, পুলিশের অনুমতি নিয়ে লাশ দাফন করার জন্য তাদের পরিবারকে বলা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর