০৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

চট্টগ্রামে মৃত্যু বাড়ছে, কমছে নমুনা পরীক্ষা

চট্টগ্রামে হঠাৎ করোনায় বাড়তে শুরু করেছে মৃত্যু। এরপরও কমছে নমুনা পরীক্ষা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নমুনা পরীক্ষা নেমে আসে ৬৬৮টিতে। প্রাণহানি হয়েছে ৪ জনের। তাতে শনাক্ত হয়েছেন ৮৩ জন।

শনিবার দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি এই তথ্য জানান। তিনি বলেন, চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা এখন ১৬,৩৮৭ জন। এরমধ্যে নগরের ১১,৬২১ জন, উপজেলায় ৪,৭৬৬ জন। করোনায় প্রাণ গেছে ২৫৯ জনের। যাদের মধ্যে নগরের ১৮২ জন ও উপজেলার ৭৯ জন।

তিনি বলেন, গত জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে করোনা শনাক্তের সঙ্গে মৃত্যুর সংখ্যাও কমে এসেছিল। গত ১৫ই আগস্ট করোনায় একদিনে সর্বশেষ ৪ জনের মৃত্যু দেখেছিল চট্টগ্রাম। এরপর বেশ কয়েকদিন মৃত্যুর সংখ্যা শূন্য ছিল। সুস্থতাও বেড়েছিল। কিন্তু গত দুই-তিন ধরে শনাক্ত কম হলেও মৃত্যুর সংখ্যা আবার বাড়ছে। সিভিল সার্জন জানান, চট্টগ্রামের তিনটি সরকারি, দুটি বেসরকারি এবং কক্সবাজারের একটি ল্যাবে ৬৬৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল শুক্রবার রাতে প্রকাশ করা হয়। এতে ৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। যাদের মধ্যে নগরের ৬১ জন, উপজেলার ২২ জন। আর মারা যায় ৪ জন। বৃহস্পতিবার রাতের ফলাফলেও দুইজনের মৃত্যু হয়। এর আগের দিন মারা যায় ৪ জন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিআইটিআইডি ল্যাবে বিদেশগামীদের বাধ্যতামূলক করানো টেস্টসহ দিনের সর্বাধিক ২৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে করোনা শনাক্ত হয় ২২ জনের। এরমধ্যে ২১ জনই নগরের, ১ জন উপজেলার।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৭২ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। যাদের মধ্যে নগরের ১৯ জন, বাকি ৪ জন উপজেলার বাসিন্দা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৪ জনের করোনার পরীক্ষা হয়। তাতে ১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। যাদের মধ্যে ২ জন নগরের এবং ১৪ জন বিভিন্ন উপজেলার।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

ভবিষ্যতে আরও কঠোর হবে এনসিপির প্রতিবাদপ্রতিশ্রুতি পূরণে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: মাহবুব আলম

চট্টগ্রামে মৃত্যু বাড়ছে, কমছে নমুনা পরীক্ষা

প্রকাশিত : ০৮:০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০

চট্টগ্রামে হঠাৎ করোনায় বাড়তে শুরু করেছে মৃত্যু। এরপরও কমছে নমুনা পরীক্ষা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নমুনা পরীক্ষা নেমে আসে ৬৬৮টিতে। প্রাণহানি হয়েছে ৪ জনের। তাতে শনাক্ত হয়েছেন ৮৩ জন।

শনিবার দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি এই তথ্য জানান। তিনি বলেন, চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা এখন ১৬,৩৮৭ জন। এরমধ্যে নগরের ১১,৬২১ জন, উপজেলায় ৪,৭৬৬ জন। করোনায় প্রাণ গেছে ২৫৯ জনের। যাদের মধ্যে নগরের ১৮২ জন ও উপজেলার ৭৯ জন।

তিনি বলেন, গত জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে করোনা শনাক্তের সঙ্গে মৃত্যুর সংখ্যাও কমে এসেছিল। গত ১৫ই আগস্ট করোনায় একদিনে সর্বশেষ ৪ জনের মৃত্যু দেখেছিল চট্টগ্রাম। এরপর বেশ কয়েকদিন মৃত্যুর সংখ্যা শূন্য ছিল। সুস্থতাও বেড়েছিল। কিন্তু গত দুই-তিন ধরে শনাক্ত কম হলেও মৃত্যুর সংখ্যা আবার বাড়ছে। সিভিল সার্জন জানান, চট্টগ্রামের তিনটি সরকারি, দুটি বেসরকারি এবং কক্সবাজারের একটি ল্যাবে ৬৬৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল শুক্রবার রাতে প্রকাশ করা হয়। এতে ৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। যাদের মধ্যে নগরের ৬১ জন, উপজেলার ২২ জন। আর মারা যায় ৪ জন। বৃহস্পতিবার রাতের ফলাফলেও দুইজনের মৃত্যু হয়। এর আগের দিন মারা যায় ৪ জন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিআইটিআইডি ল্যাবে বিদেশগামীদের বাধ্যতামূলক করানো টেস্টসহ দিনের সর্বাধিক ২৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে করোনা শনাক্ত হয় ২২ জনের। এরমধ্যে ২১ জনই নগরের, ১ জন উপজেলার।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৭২ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। যাদের মধ্যে নগরের ১৯ জন, বাকি ৪ জন উপজেলার বাসিন্দা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৪ জনের করোনার পরীক্ষা হয়। তাতে ১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। যাদের মধ্যে ২ জন নগরের এবং ১৪ জন বিভিন্ন উপজেলার।

বিজনেস বাংলাদেশ/ এ আর