লালমনিরহাটের আদিতমারী উপজেলার নামুড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজের জমি জবরদখলের অভিযোগ উঠেছে। শনিবার(২২ আগস্ট) বিকেলে জমি উদ্ধারে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নামুড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক (ভার) নজরুল ইসলাম। অভিযোগে জানা গেছে, উপজেলার নামুড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজের জমি দীর্ঘ ৩ বছর ধরে জবরদখল করে ব্যবসা করে আসছেন মদনপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে পল্লী চিকিৎসক লিয়াকত হোসেন।
বিদ্যালয়ের প্রয়োজনে ওই জমিতে ঘর নির্মানের উদ্যোগ নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। এজন্য সেই জমি থেকে ঘর সড়াতে একাধিকবার বলা হলেও সড়ায়ে নেননি দোকান মালিক লিয়াকত হোসেন। বিদ্যালয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক শনিবার(২২ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি আলকাছ আলী দোকান ঘরটি সড়ায়ে নিতে লিয়াকতকে অনুরোধ করেন।
এ সময় লিয়াকত হোসেন ক্ষিপ্ত হয়ে লোকজন নিয়ে শিক্ষক আলকাছ আলীর উপর হামলা চালায়। স্থানীয়রা রক্ষাক্ত আহত অবস্থায় সহকারী শিক্ষক আলকাছ আলীকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় বিদ্যালয়ের জমি উদ্ধার ও শিক্ষকের উপর হামলার বিচার চেয়ে লিয়াকতসহ ৮জনের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক(ভার) নজরুল ইসলাম।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) গুলফামুল হক বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















