সাতক্ষীরার তালায় স্বামীকে মারপিট করার প্রতিবাদ করায় গৃহবধু নাসিমা বেগম (৪৫) কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশি মনিরুল মোড়ল ও মিন্টু মোড়ল। ঘটনার পর থেকে হামলাকারীরা পালিয়েছে। পুলিশ জানিয়েছে তাঁদের কে গ্রেফতার করার চেষ্টা করছে।এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে তালা উপজেলার মহান্দি গ্রামে। নিহত গৃহবধূ নাসিমা বেগম গ্রামের নাজের শেখের স্ত্রী।প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা করা হয়েছে বলে জানিয়েছেন তালা থানার ওসি মো. মেহেদী রাসেল।এ ঘটনার পরবর্তী কার্যক্রমের জন্য তাদের নাম প্রকাশ করেননি।
নিহত গৃহবধুর ননদ শাহানারা বেগম জানায় মিথ্যা অভিযোগ তুলে গত মঙ্গলবার বিকালে মহান্দি বাজারে নিহতের স্বামীকে বেধম মারপিট করে প্রতিবেশি করিম মোড়ল’র ছেলে মনিরুল মোড়ল ও নরিম মোড়লের ছেলে মিন্টু মোড়ল। এতে নিহতের স্বামী গুরুতর আহত হয়ে গত এক সপ্তাহ যাবদ বাড়িতে চিকিৎসাধীন রয়েছে।সোমবার দুপুরে আহত নাজের শেখ’র স্ত্রী নাসিমা বেগম গভীর নলকূপের পানি আনতে যেয়ে মনিরুল ও মিন্টু’র দেখা পায়।
এ সময় তিনি তাদের কাছে স্বামীকে মারপিট করার কারন জানতে চায় ও প্রতিবাদ করে। একপর্যায়ে মিন্টু মোড়ল সহ মনিরুল মোড়ল ও তার স্ত্রী হোসনেয়ারা বেগম ও তার দু’বোন আমেনা ও জামেলা বেগম ক্ষিপ্ত হয়ে নাসিমা বেগমের মাথায় কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।সে সময় এলাকার লোকজন মুমূর্ষ অবস্থায় নাসিমা বেগমকে উদ্ধার করে মহান্দি গ্রামের ডাক্তার দেখিয়ে বাড়িতে রাখে। আজ মঙ্গলবার ঐ গৃহবধূর মৃত্যু হয়।
বিষয়টি পুলিশ জানতে পেরে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করছে।ঘটনাস্থলে তালা পাটকেলঘাটা সার্কেল উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















