দ্বিতীয়বারের মতো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে(শেকৃবি) হাল্ট প্রাইজ প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে ২০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষিত হয়েছে। এতে শেকৃবির ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের শিক্ষার্থী রিফাতুল ইসলাম এবং সহযোগী পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন একই অনুষদের সানজিদা শহীদ।
এছাড়াও কমিটিতে ট্রেইনিং এন্ড কো-অর্ডিনেটর নির্বাচিত হয়েছেন আহমেদ ইমরান হালিমী, হেড অফ কমিউনিকেশন হিসেবে প্রীতিলতা প্রীতি, হেড অফ মার্কেটিং হিসেবে মাহসেনা তানজীন, পার্টিসিপেন্ট কো-অর্ডিনেটর শোয়াইবুর রহমান, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে মোহাইমিনুল ইসলাম, ইউনিকর্ন কন্টেন্ট ক্রিয়েটর মনিরুজ্জামান, কন্টেন্ট এন্ড ডকুমেন্টেশন কো-অর্ডিনেটর রায়হানুর রহমান, হেড অফ লজিস্টিকস হিসেবে নাহিদ হাসান,মল হেড অফ ইভেন্ট ম্যানেজমেন্ট তন্ময় দত্ত, হেড অফ পাবলিক রিলেশন হিসেবে আদনান হোসেন, ডিজাইন এন্ড ইনফোগ্রাফিক হিসেবে আমরীন ইসলাম ও সুমাইয়া আহমেদ, কন্টেন্ট এডিটর আলাউদ্দিন আহমেদ এবং কার্যকরী সদস্য হিসেবে আওলাদ হোসেন, ইফতিখার ওমর, কাজী ফাইজুল হক, সানজিদা রহমান ও সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
নব নির্বাচিত ক্যাম্পাস ডিরেক্টর রিফাতুল ইসলাম বিজনেস বাংলাদেশকে বলেন, হাল্ট প্রাইজে অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগী নিজেদের লিডারশীপ চর্চার সুযোগ পাবে ও নিজেদের আইডিয়াগুলো পুরো বিশ্বের নিকট তুলে ধরার সুযোগ পাবে। আশা রাখি আমাদের ক্যাম্পাসের একটা দল সিলিকন ভ্যালিতে ১ মিলিয়ন প্রাইজমানি জয়ের খুব কাছাকাছি পৌঁছে যাবে। সকলের সহযোগিতা পেলে প্রত্যেক শেকৃবিয়ানদের উদ্যম ও আগ্রহকে আমরা কাজে লাগাবো।
উল্লেখ্য, হাল্ট প্রাইজ হলো বৈশ্বিক উন্নয়নের লক্ষ্যে আয়োজিত একধরণের আন্তর্জাতিক ব্যবসায় উদ্যোগ সংক্রান্ত প্রতিযোগিতা। এখানে তরুণরা তাদের মেধা, মনন ও সৃজনশীলতা কাজে লাগিয়ে একটি অদ্বিতীয় ব্যবসাভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদান করে থাকে। আর এসব ধারণা বাস্তবায়নের মাধ্যমে বিশ্বকে বদলে দেওয়ার স্বপ্ন দেখেন সংগঠনটির সদস্যরা।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























