গোলাপগঞ্জে ২৩পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১হাজার টাকাসহ রিমুল আহমদ (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে পৌর এলাকার খাসিখাল পুলের সামনে থেকে তাকে গ্রেপ্তারকরা হয়।
গ্রেপ্তারকৃত রিমুল আহমদ রনকেলী উত্তর গ্রামের জামিল আহমদের পুত্র। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা (মামলা নং- ৩০, তারিখ-২৬/০৮/২০২০ইংরেজী) দায়ের করেছে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোলাপগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















