সিলেটের গোলাপগঞ্জে বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার(২৯ আগষ্ট) সকাল ১০টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের সদর ইউনিয়নের চৌঘরী বাজারে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন ফুলবাড়ি ইউনিয়নের মৃত আজমল আলীর পুত্র লাল মিয়া (২৭), গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের বাহার উদ্দিন (৪০) ও রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত আরেকজন পুরুষের নাম ও পরিচয় জানা যায়নি। আহতদের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ৩জনের মৃত্যু হয়। এছাড়াও আশংকাজনক অবস্থায় আরোও ২জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















