০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

ইন্টারনেট সুবিধার আওতায় আসছে নোবিপ্রবি এসিসিই বিভাগের শিক্ষার্থীরা

অনলাইন ক্লাস বর্তমান করোনাকালীন সময়ের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অংশ। স্মার্ট ডিভাইস এবং ইন্টারনেট সুবিধা ছাড়া অনলাইন ক্লাসের কথা চিন্তা করা যায় না। অথচ বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থায় দেশের সকল শিক্ষার্থীদের অনলাইন ক্লাস উপযোগী প্রয়োজনীয় স্মার্ট ডিভাইস ও ইন্টারনেট সুবিধা ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না।

এমতাবস্থায় শিক্ষার্থীদের কল্যাণে পাশে এসে দাঁড়িয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( নোবিপ্রবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ। শিক্ষার্থীরা যাতে ডাটা সমস্যার কারণে অনলাইন ক্লাস থেকে বঞ্চিত না হয় সেই উদ্যোগ গ্রহন করেছে বিভাগীয় প্রশাসন। বিভাগটি থেকে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের প্রয়োজনীয় ইন্টারনেট প্যাক কেনার আর্থিক সহায়তা করা হচ্ছে বলে জানা যায়।

‌এই বিষয়ে জানতে চাইলে নোবিপ্রবি প্রক্টর ও ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, করোনার এই দুর্যোগে বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে অনলাইন ক্লাসের বিকল্প নেই। আমরা চাইনা আমাদের শিক্ষার্থীরা অন্তত ডাটা সমস্যার জন্য অনলাইন ক্লাস থেকে পিছিয়ে পড়ুক। তাই আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে এই উদ্যোগ গ্রহন করেছি।

ইন্টারনেট সুবিধায় আওতায় আসা ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের এক শিক্ষার্থী বলেন, ” ইন্টারনেট সমস্যার কারণে আমাদের অনেকেই ঠিকমত অনলাইন ক্লাসে অংশ নিতে পারতাম না। কিন্তু, আমাদের বিভাগ থেকে শিক্ষার্থীদের সমস্যা অনুধাবন করে ইন্টারনেট প্যাক প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভাগের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং যথোপযুক্ত।

ফলশ্রুতিতে, এখন আমাদের অনলাইন ক্লাসের উপস্থিতির হার আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে । ‌বিভাগের এমন উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং অন্যান্য বিভাগেও যেন এমন উদ্যোগ গ্রহন করা হয় সে প্রত্যাশা ব্যক্ত করেন এ শিক্ষার্থী।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ইতোমধ্যেই অসচ্ছল শিক্ষার্থীদের স্মার্ট ডিভাইস প্রদানের জন্য তালিকা সংগ্রহ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও শিক্ষার্থীদের কাছ থেকে স্মার্ট ডিভাইস প্রদানের জন্য আবেদন সংগ্রহ করেছে। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে অসচ্ছল শিক্ষার্থীদের স্মার্ট ডিভাইস দেওয়ার সিদ্ধান্ত হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

ইন্টারনেট সুবিধার আওতায় আসছে নোবিপ্রবি এসিসিই বিভাগের শিক্ষার্থীরা

প্রকাশিত : ০১:৫০:৩১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০

অনলাইন ক্লাস বর্তমান করোনাকালীন সময়ের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অংশ। স্মার্ট ডিভাইস এবং ইন্টারনেট সুবিধা ছাড়া অনলাইন ক্লাসের কথা চিন্তা করা যায় না। অথচ বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থায় দেশের সকল শিক্ষার্থীদের অনলাইন ক্লাস উপযোগী প্রয়োজনীয় স্মার্ট ডিভাইস ও ইন্টারনেট সুবিধা ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না।

এমতাবস্থায় শিক্ষার্থীদের কল্যাণে পাশে এসে দাঁড়িয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( নোবিপ্রবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ। শিক্ষার্থীরা যাতে ডাটা সমস্যার কারণে অনলাইন ক্লাস থেকে বঞ্চিত না হয় সেই উদ্যোগ গ্রহন করেছে বিভাগীয় প্রশাসন। বিভাগটি থেকে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের প্রয়োজনীয় ইন্টারনেট প্যাক কেনার আর্থিক সহায়তা করা হচ্ছে বলে জানা যায়।

‌এই বিষয়ে জানতে চাইলে নোবিপ্রবি প্রক্টর ও ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, করোনার এই দুর্যোগে বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে অনলাইন ক্লাসের বিকল্প নেই। আমরা চাইনা আমাদের শিক্ষার্থীরা অন্তত ডাটা সমস্যার জন্য অনলাইন ক্লাস থেকে পিছিয়ে পড়ুক। তাই আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে এই উদ্যোগ গ্রহন করেছি।

ইন্টারনেট সুবিধায় আওতায় আসা ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের এক শিক্ষার্থী বলেন, ” ইন্টারনেট সমস্যার কারণে আমাদের অনেকেই ঠিকমত অনলাইন ক্লাসে অংশ নিতে পারতাম না। কিন্তু, আমাদের বিভাগ থেকে শিক্ষার্থীদের সমস্যা অনুধাবন করে ইন্টারনেট প্যাক প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভাগের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং যথোপযুক্ত।

ফলশ্রুতিতে, এখন আমাদের অনলাইন ক্লাসের উপস্থিতির হার আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে । ‌বিভাগের এমন উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং অন্যান্য বিভাগেও যেন এমন উদ্যোগ গ্রহন করা হয় সে প্রত্যাশা ব্যক্ত করেন এ শিক্ষার্থী।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ইতোমধ্যেই অসচ্ছল শিক্ষার্থীদের স্মার্ট ডিভাইস প্রদানের জন্য তালিকা সংগ্রহ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও শিক্ষার্থীদের কাছ থেকে স্মার্ট ডিভাইস প্রদানের জন্য আবেদন সংগ্রহ করেছে। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে অসচ্ছল শিক্ষার্থীদের স্মার্ট ডিভাইস দেওয়ার সিদ্ধান্ত হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর