০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

মহিলা ভাইস চেয়রাম্যান’র বিরুদ্ধে ছাত্রলীগের সংবাদ সম্মেলন

রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়রাম্যান নাসরিন ইসলামকে মহিলা ভাইস চেয়ারম্যান পদ থেকে অপসারণ করে শূণ্যপদে পূর্ন নির্বাচনের দেওয়ার জোর দাবি জানালো জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন দাবি জানায় জেলা ছাত্রলীগ। ২৯আগস্ট প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়রাম্যান নাসরিন ইসলাম রাঙ্গামাটি জেলা ছাত্রলীগকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট,ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করেছেন বলে দাবি করেছে জেলা ছাত্রলীগ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা। এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল জব্বার সুজন, সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ-সম্পাদক আনোয়ার হোসেন কায়সার, সহ-সম্পাদক ইমরুল হোসেনসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে প্রকাশ চাকমা বলেন, ২৯ আগস্ট প্রেস ক্লাবে রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়রাম্যান কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট,ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিত যা খুশি তা উল্লেখ করেছেন। বিগত ১৯ আগস্টে আলম ডক ইয়ার্ড এলাকায় ভাড়াটিয়া মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলামের বাসায় রাত অনুমান ১২.৩০ ঘটিকায় কিছু অনতিপ্রেত ঘটনা সংঘটিত হয়েছে। মূলত তার কুকর্মগুলো ঢাকার জন্য তিনি ছাত্রলীগের উদ্দেশ্য করে এসব মিথ্যা ও বানোয়াট মন্তব্য করতে পারেন না।
তিনি আরো বলেন, নাসরিন ইসলাম নিজেকে সদর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক পদে আছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন। কিন্তু তার সঠিক প্রমাণ মিলেছে জেলা ছাত্রদলের কমিটিতে। নাসরিন ইসলাম একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচনের আগে আওয়ামী লীগ কিংবা তার সহযোগী সংগঠন ছাত্রলীগসহ কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন না। তিনি ছিলেন ২০০৫ সালে রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্র দলের কমিটির একজন। এমনকি জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কমিটিতেও তার নামের তালিকার প্রমাণ মিলেছে। এসব কিছু গোপন রেখে তিনি সদর উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক পদে আছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন। যা সকলের দৃষ্টি গোচর হয়েছে। ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করার জন্য তিনি সংবাদ সম্মেলনে ছাত্রলীগকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট,ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিতভাবে বক্তব্য প্রদান করেছেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

 

ট্যাগ :

মহিলা ভাইস চেয়রাম্যান’র বিরুদ্ধে ছাত্রলীগের সংবাদ সম্মেলন

প্রকাশিত : ০৫:২৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০

রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়রাম্যান নাসরিন ইসলামকে মহিলা ভাইস চেয়ারম্যান পদ থেকে অপসারণ করে শূণ্যপদে পূর্ন নির্বাচনের দেওয়ার জোর দাবি জানালো জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন দাবি জানায় জেলা ছাত্রলীগ। ২৯আগস্ট প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়রাম্যান নাসরিন ইসলাম রাঙ্গামাটি জেলা ছাত্রলীগকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট,ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করেছেন বলে দাবি করেছে জেলা ছাত্রলীগ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা। এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল জব্বার সুজন, সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ-সম্পাদক আনোয়ার হোসেন কায়সার, সহ-সম্পাদক ইমরুল হোসেনসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে প্রকাশ চাকমা বলেন, ২৯ আগস্ট প্রেস ক্লাবে রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়রাম্যান কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট,ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিত যা খুশি তা উল্লেখ করেছেন। বিগত ১৯ আগস্টে আলম ডক ইয়ার্ড এলাকায় ভাড়াটিয়া মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলামের বাসায় রাত অনুমান ১২.৩০ ঘটিকায় কিছু অনতিপ্রেত ঘটনা সংঘটিত হয়েছে। মূলত তার কুকর্মগুলো ঢাকার জন্য তিনি ছাত্রলীগের উদ্দেশ্য করে এসব মিথ্যা ও বানোয়াট মন্তব্য করতে পারেন না।
তিনি আরো বলেন, নাসরিন ইসলাম নিজেকে সদর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক পদে আছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন। কিন্তু তার সঠিক প্রমাণ মিলেছে জেলা ছাত্রদলের কমিটিতে। নাসরিন ইসলাম একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচনের আগে আওয়ামী লীগ কিংবা তার সহযোগী সংগঠন ছাত্রলীগসহ কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন না। তিনি ছিলেন ২০০৫ সালে রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্র দলের কমিটির একজন। এমনকি জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কমিটিতেও তার নামের তালিকার প্রমাণ মিলেছে। এসব কিছু গোপন রেখে তিনি সদর উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক পদে আছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন। যা সকলের দৃষ্টি গোচর হয়েছে। ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করার জন্য তিনি সংবাদ সম্মেলনে ছাত্রলীগকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট,ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিতভাবে বক্তব্য প্রদান করেছেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ