০৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

প্রথম আকাশে উড়ল ইরানের কমব্যাট ড্রোন ‘কামান’, বোমা ফেলেছে ‘আবাবিল’

কমব্যাট ড্রোন 'কামান-১২'

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী আজ (শুক্রবার) নিজস্ব প্রযুক্তিতে তৈরি কমব্যাট ড্রোন ‘কামান-১২’ আকাশে উড়িয়েছে।

পারস্য উপসগারে চলমান সামরিক মহড়ায় এটি ব্যবহার করা হয়েছে। এই প্রথম ড্রোনটি আনুষ্ঠানিকভাবে আকাশে উড়ানো হলো।

আজ ‘কামান-১২’ ড্রোন সাফল্যের সঙ্গে তার অভিযান সম্পন্ন করেছে বলে জানানো হয়েছে। ড্রোনটি তার বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি মহড়া অঞ্চলে নজরদারির কাজও করেছে।

এদিকে, আজকের মহড়ায় ইরানের সামরিক বাহিনীর বোমারু ড্রোন ‘আবাবিল’ অংশ নিয়েছে। আবাবিল নামের ড্রোনগুলো বিভিন্ন লক্ষ্যবস্তুতে সাফল্যের সঙ্গে বোমা নিক্ষেপ করেছে। এই ড্রোনে ‘কায়েম’ নামের স্মার্ট বোমা ব্যবহার করা হয়েছে।

গতকাল থেকে পারস্য উপসাগরের কৌশলগত এলাকায় বিশাল নৌ মহড়া শুরু করেছে ইরানের সামরিক বাহিনী। পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর পূর্বাঞ্চল থেকে ভারত মহাসাগরের উত্তর এলাকা জুড়ে এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে।

ইরানি সামরিক বাহিনী জানিয়েছে, গুরুত্বপূর্ণ আঞ্চলিক নৌপথের নিরাপত্তা ও আন্তর্জাতিক জাহাজের নিরাপত্তা জোরদার করার লক্ষ্য তারা জুলফিকার-৯৯ নামে এ মহড়া চালাচ্ছে। আগামীকাল মহড়া শেষ হওয়ার কথা রয়েছে।

বিজনেস বাংলাদেশ/এসএম

জনপ্রিয়

গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়

প্রথম আকাশে উড়ল ইরানের কমব্যাট ড্রোন ‘কামান’, বোমা ফেলেছে ‘আবাবিল’

প্রকাশিত : ০৯:৫০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী আজ (শুক্রবার) নিজস্ব প্রযুক্তিতে তৈরি কমব্যাট ড্রোন ‘কামান-১২’ আকাশে উড়িয়েছে।

পারস্য উপসগারে চলমান সামরিক মহড়ায় এটি ব্যবহার করা হয়েছে। এই প্রথম ড্রোনটি আনুষ্ঠানিকভাবে আকাশে উড়ানো হলো।

আজ ‘কামান-১২’ ড্রোন সাফল্যের সঙ্গে তার অভিযান সম্পন্ন করেছে বলে জানানো হয়েছে। ড্রোনটি তার বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি মহড়া অঞ্চলে নজরদারির কাজও করেছে।

এদিকে, আজকের মহড়ায় ইরানের সামরিক বাহিনীর বোমারু ড্রোন ‘আবাবিল’ অংশ নিয়েছে। আবাবিল নামের ড্রোনগুলো বিভিন্ন লক্ষ্যবস্তুতে সাফল্যের সঙ্গে বোমা নিক্ষেপ করেছে। এই ড্রোনে ‘কায়েম’ নামের স্মার্ট বোমা ব্যবহার করা হয়েছে।

গতকাল থেকে পারস্য উপসাগরের কৌশলগত এলাকায় বিশাল নৌ মহড়া শুরু করেছে ইরানের সামরিক বাহিনী। পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর পূর্বাঞ্চল থেকে ভারত মহাসাগরের উত্তর এলাকা জুড়ে এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে।

ইরানি সামরিক বাহিনী জানিয়েছে, গুরুত্বপূর্ণ আঞ্চলিক নৌপথের নিরাপত্তা ও আন্তর্জাতিক জাহাজের নিরাপত্তা জোরদার করার লক্ষ্য তারা জুলফিকার-৯৯ নামে এ মহড়া চালাচ্ছে। আগামীকাল মহড়া শেষ হওয়ার কথা রয়েছে।

বিজনেস বাংলাদেশ/এসএম