বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন আগামী ৩১ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। সোমবার সম্মেলনের বিষয়টি তিনি নিশ্চিত করেন।
এছাড়া সম্মেলনকে সামনে রেখে ১২ জানুয়ারি সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভা ডাকা হয়েছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণসহ সুপার ইউনিটগুলোর সম্মেলনের তারিখ নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।
জাকির বলেন, আমরা নেত্রীর সঙ্গে দেখা করেছি। তিনি আমাদের সম্মেলনের প্রস্তুতি নিতে বলেছেন। যে কমিটিগুলো এখনো বাকি আছে সেগুলো দিতে বলেছেন। ১২ জানুয়ারি আমাদের কেন্দ্রীয় সংসদের সভা ডাকা হয়েছে। সেখানে সম্মেলনের বিষয়ে আলোচনা হবে।
























