প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড: আ আ ম স আরেফিন সিদ্দিককে ফুলেল শুভেচ্ছা জানালো দেশের সাড়ে ৬ কোটি যুবকের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম “জাতীয় যুব সংসদ”।

গত শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বাংলো’তে জাতীয় যুব সংসদের ২৫ সদস্যের একটি প্রতিনিধিদল সাবেক এই উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
উপাচার্যের সাথে আলাপকালে তিনি জাতীয় যুব সংসদের কার্যক্রমের প্রশংসা করেন এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

এ সময়ে তিনি বলেন, “যুবকরাই সংগ্রামী চেতনার প্রতীক, প্রত্যেক ভাল পরিবর্তন তোমাদের মত যুবকদের হাত ধরে এসেছে। তাই সততা ও নিষ্ঠার সাথে ভাল পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাও।”
এরপর বেশ কিছু সময় ধরে তিনি তরুণদের প্রতিনিধিদের কথা মনোযোগ দিয়ে শোঁনেন। এ সময় একটি আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
এরপর যুব সংসদের প্রতিনিধিগণ উপাচার্যকে ইংরেজী নববর্ষের ফুলেল শুভেচ্ছা জানান। তিনি জাতীয় যুব সংসদ দেশের তরুণ নেতৃত্বের শক্তিশালী একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে বলে আশা ব্যক্ত করেন।

শুভেচ্ছা বিনিময়কালে জাতীয় যুব সংসদের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় যুব সংসদের আহ্বায়ক ইমাম হোসাইন, সদস্য সচিব এম. এম. মুহিব যুগ্ম-আহ্বায়ক আলিউল আজীম রাজু, সাদ্দাম হোসাইন, ইমন চৌধুরী, আফজাল রাকিব, মো: রাহাত, বাহার উদ্দিন, নিজাম উদ্দিন, জাহিদ পাভেল, আসিফ রিয়াজ, বদরুল হায়দার। সদস্যদের ভেতর ছিলেন জাহিদুল ইসলাম, বদরুল হায়দার, রাফিকা রহমান রিপা, মোহাম্মাদ সোহাগ, তুষার, রাখি, নজরুল ইসলাম, বাচ্চু মিয়া, সাইদুর রাহমান সরকার, মাসুদুর রহমান সহ আরো অনেকে।
বিজনেস বাংলাদেশ/০৮ জানুয়ারি ২০১৮/এফএ শোভন


























