১১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

পাবনার ফরিদপুরে ঐতিহ্যবাহী মাসব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা উৎসব

পাবনা জেলার ফরিদপুর উপজেলায় শুরু হয়েছে আবহমান বাংলার ঐতিহ্যবাহী বর্ণিল নৌকাবাইচ প্রতিযোগিতা উৎসব। উপজেলার হাঁদল বড়বিল ‘বঙ্গবন্ধু সৈকত’-এ এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মাসব্যাপী প্রতিযোগিতা উদ্বোধন করেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা চেয়ারম্যান গোলাপ হোসেন, পৌরসভার মেয়র খন্দকার মাজেদ, হাদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কেএম মামুনুর রশিদ রুমন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সামিউল তুষার প্রমুখ। আয়োজকরা জানান, প্রাচীন ঐতিহ্য টিকিয়ে রাখার পাশাপাশি নতুন প্রজন্মকে এর সঙ্গে পরিচয় করিয়ে যুগ যুগ ধরে দেশের বিভিন্ন এলাকায় আয়োজন করা হয় বর্ণিল নৌকাবাইচ প্রতিযোগিতা। এরই ধারাবাহিকতায় হাঁদল বড়বিলে মাসব্যাপী নৌকাবাইচ উৎসবের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চল থেকে ১৮টি প্রতিযোগী দল অংশ গ্রহণ করছে। প্রতিযোগী দলগুলো এক রঙের পোশাক পরে ঢাক-ঢোল বাদ্য বাজিয়ে রঙিন বাইচের নৌকা নিয়ে মেতে উঠছে।

এদিকে প্রতিযোগিতার শুক্রবার প্রথম দিন থেকে বিলপাড়ে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত হয়ে করতালি দিয়ে নৌকাবাইচে অংশগ্রহণকারীদের উৎসাহ দেয়।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের চ্যালেঞ্জে ১২ ফেব্রুয়ারি নির্বাচন

পাবনার ফরিদপুরে ঐতিহ্যবাহী মাসব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা উৎসব

প্রকাশিত : ০৪:৫৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০

পাবনা জেলার ফরিদপুর উপজেলায় শুরু হয়েছে আবহমান বাংলার ঐতিহ্যবাহী বর্ণিল নৌকাবাইচ প্রতিযোগিতা উৎসব। উপজেলার হাঁদল বড়বিল ‘বঙ্গবন্ধু সৈকত’-এ এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মাসব্যাপী প্রতিযোগিতা উদ্বোধন করেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা চেয়ারম্যান গোলাপ হোসেন, পৌরসভার মেয়র খন্দকার মাজেদ, হাদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কেএম মামুনুর রশিদ রুমন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সামিউল তুষার প্রমুখ। আয়োজকরা জানান, প্রাচীন ঐতিহ্য টিকিয়ে রাখার পাশাপাশি নতুন প্রজন্মকে এর সঙ্গে পরিচয় করিয়ে যুগ যুগ ধরে দেশের বিভিন্ন এলাকায় আয়োজন করা হয় বর্ণিল নৌকাবাইচ প্রতিযোগিতা। এরই ধারাবাহিকতায় হাঁদল বড়বিলে মাসব্যাপী নৌকাবাইচ উৎসবের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চল থেকে ১৮টি প্রতিযোগী দল অংশ গ্রহণ করছে। প্রতিযোগী দলগুলো এক রঙের পোশাক পরে ঢাক-ঢোল বাদ্য বাজিয়ে রঙিন বাইচের নৌকা নিয়ে মেতে উঠছে।

এদিকে প্রতিযোগিতার শুক্রবার প্রথম দিন থেকে বিলপাড়ে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত হয়ে করতালি দিয়ে নৌকাবাইচে অংশগ্রহণকারীদের উৎসাহ দেয়।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ