গোটা মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সম্পর্ক স্থাপনের পরও দখলদার ইসরাইল চায় না সংযুক্ত আরব আমিরাতের কাছে এফ-৩৫ জঙ্গিবিমান থাকুক।
ইসরাইলি বিমান বাহিনী প্রধান আমিকাম নোরকিন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র আমিরাতের কাছে এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রি করলে আঞ্চলিক কৌশলগত ভারসাম্য নষ্ট হবে।
তিনি আমিরাতের কাছে কাছে এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রির বিরোধিতা করে বলেন, এতে এই অঞ্চলে দীর্ঘ মেয়াদে নেতিবাচক প্রভাব পড়বে।
সংযুক্ত আরব আমিরাত আমেরিকার কাছ থেকে এফ-৩৫ জঙ্গিবিমান কিনতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে। কিন্তু আমেরিকা তাদের কাছে এই জঙ্গিবিমান বিক্রি করতে রাজি হচ্ছিল না। ইসরাইলকে স্বীকৃতি দেওয়ায় এখন আমেরিকা এই জঙ্গিবিমান বিক্রি করবে বলে জানা গেছে।
দখলদার ইসরাইলকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এখন পর্যন্ত পশ্চিম এশিয়ায় ইসরাইল ছাড়া কোনও আরব দেশের কাছে এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রি করেনি আমেরিকা।
তবে ইসরাইল এখনও বিরোধিতা অব্যাহত রেখেছে। সংযুক্ত আরব আমিরাত অস্ত্র খাতে স্বনির্ভরতা অর্জনের চেষ্টা না করে আমেরিকা ও ইউরোপ থেকে প্রতি বছর বিপুল অংকের অস্ত্র কিনে থাকে।
বর্তমানে ইউরোপ ও আমেরিকা থেকে কেনা অস্ত্র দিয়ে দরিদ্র মুসলিম দেশ ইয়েমেনের জনগণের ওপর অন্যায়ভাবে আগ্রাসন চালাচ্ছে আমিরাত ও সৌদি আরবসহ কয়েকটি দেশ।
বিজনেস বাংলাদেশ/এসএম
























