ভারতে করোনার ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে। তার মাঝেও রঙিন কারিনা কাপুরের আকাশ। সেই আকাশে নেই ভয়ের মেঘ। বরং আছে আরও একবার ‘মা’ ডাক শোনার উচ্ছ্বাস। বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলিউডের নবাবপুত্র অভিনেত্রী সাইফ আলি খানের ঘরনি কারিনা। কয়েক মাস পরেই তাদের সংসারে আসবে নতুন অতিথি।
এদিকে সন্তান পেটে নিয়ে শুটিং করে চলেছেন কারিনা। আমির খানের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’র শুটিং করতে সম্প্রতি তিনি ছেলে তৈমুরকে নিয়ে মুম্বাই থেকে উড়ে গেছেন দিল্লিতে। সেখান থেকেই নায়িকা এক টুকরো অবসরের মুহূর্ত শেয়ার করেছেন ভক্তদের জন্য। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে চারদিকে সবুজ ঘিরে রয়েছে তাকে। কারিনার চোখে-মুখে আসন্ন মাতৃত্বের আভা।
সিনেমার লুক থেকে সম্পূর্ণ আলাদা কারিনার এই লুক। মুখে মেকআপ নেই। চুল টেনে পেছন দিকে বাধা। চোখ দুটো বরাবরের মতোই কথা বলছে। পরনে তার পছন্দের সাদা-কালো চেক ‘কাফতান’। ছবির ক্যাপশন থেকেই জানা যায়, তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এবং সুস্থ আছেন। এর আগে গোলাপি কাফতানে ছবি দিয়েছিলেন বেবো।
প্রসঙ্গত, ‘লাল সিং চড্ডা’র কাজ শেষ হলেই তিনি করণ জোহরের ‘তখত’ ছবির শুটিং শুরু করবেন। এই ছবিতে রণবীর সিং, ভিকি কৌশল, আলিয়া ভাট এবং অনিল কাপুরের মতো তারকাদেরও দেখা যাবে। আপাতত নতুন অতিথির অপেক্ষায় দিন গুণছেন সাইফ-পত্নী।
বিজনেস বাংলাদেশ/ প্রান্ত