সৈয়দ ইশতিয়াক রেজা (পরিচালক-বার্তা, একাত্তরটিভি) সভাপতি এবং শাহমুহাম্মদ মুতাসিমবিল্লাহকে (বার্তাসম্পাদক, মাছরাঙ্গা টিভি) সাধারণ সম্পাদক করে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ফোরাম, ঢাকা (বিজেএফডি)‘র কার্যনিবাহী কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার সকালে ঢাকা রির্পোটার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সাধারণ সভায় আগামী এক বছরের জন্য বিজেএফডি‘র কমিটি গঠন করা হয়। ১৯ সদস্য বিশিষ্ট কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভপতি হলেন, গিয়াসউদ্দিন আহমেদ (বার্তা সম্পাদক, আমাদের অর্থনীতি) ও শামীমুলহক (যুগ্ম সম্পাদক, মানবজমিন)।
কমিটির যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান উজ্জল (প্রধান প্রতিবেদক, জাগোনিউজ), সাংগঠনিক সম্পাদক হাসান আজাদ (স্পেশাল করেসপন্ডেন্ট, সাংরাবাংলা.নেট), অর্থ সম্পাদক গোলাম সামদানী (স্পেশাল করেসপন্ডেন্ট, সাংরাবাংলা.নেট), প্রচার ও প্রকাশনা সম্পাদক, দীপক আচার্য (বিশেষ প্রতিনিধি, দি ইন্ডিপেন্ডেন্ট)।
বিজেএফডি‘র কার্যনিবাহী কমিটির সদস্যরা হলেন, দফতর সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন (আলোকিত বাংলাদেশ), নারী বিষয়ক সম্পাদক, দিনার সুলতানা (বিটিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকএম.এ. বাকী (ক্রীড়াসম্পাদক, আমার সংবাদ)। এছাড়াও বিজেএফডি‘র কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, জাকারিয়া কাজল, সৈয়দ আবদাল আহমেদ, কাজী ইমরুল করীর সুমন,আতিকুর রহমান,ফারহানা মিলি, সেবিকা দেবনাথ, সাজিদা ইসলাম পারুল, সোহরাব শান্ত। উল্লেখ্য ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ব্রাহ্মণবাড়িয়া জেলার সাংবাদিকদেও নিয়ে এই ফোরাম গঠিত হয়েছে।


























