০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

কাঁঠালবাড়ী-শিমুলিয়ার চাপ দৌলতদিয়া ঘাটে

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় চাপ বেড়েছে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি ঘাটে। নদী পারের জন্য এখন অপেক্ষা করছে প্রায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।

এ সকল যানবাহন পারাপারে বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ১৮টি ফেরি চলছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)।

রোববার (১৮ অক্টোবর) সকালে সরেজমিনে গোয়ালন্দ মোড়ে গিয়ে দেখা যায়, দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় হতে রাজবাড়ীর দিকে প্রায় আড়াই কিলোমিটার সড়কে নদী পারের জন্য অপেক্ষা করছে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক। এদের বেশির ভাগই সারা রাত সড়কে অবস্থান করেছে।

অন্যদিকে ৬টি পন্টুনের মধ্যে দুটি পন্টুন চালু থাকলেও ৫ নং পন্টুনের একটি পকেট বন্ধ থাকায় নদী পারাপারে কিছুটা বিঘ্ন ঘটছে। তবে ঘাট কর্তৃপক্ষ পকেট দুটি চালু করতে কাজ করছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের শাখা ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি বলেন, প্রায় মাসখানেক ধরেই কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে নানা কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। এর প্রেক্ষিতে দৌলতদিয়া নৌরুটে যানবাহনের চাপ বেড়েছে। তবে চাপ সামলাতে বর্তমানে এই নৌরুটে ১৮টি ফেরি চলাচল করছে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

আমি কুমিল্লার মানুষের হৃদয়ে নাম লিখতে চাই : নবাগত জেলা প্রশাসক

কাঁঠালবাড়ী-শিমুলিয়ার চাপ দৌলতদিয়া ঘাটে

প্রকাশিত : ১১:৫২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় চাপ বেড়েছে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি ঘাটে। নদী পারের জন্য এখন অপেক্ষা করছে প্রায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।

এ সকল যানবাহন পারাপারে বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ১৮টি ফেরি চলছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)।

রোববার (১৮ অক্টোবর) সকালে সরেজমিনে গোয়ালন্দ মোড়ে গিয়ে দেখা যায়, দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় হতে রাজবাড়ীর দিকে প্রায় আড়াই কিলোমিটার সড়কে নদী পারের জন্য অপেক্ষা করছে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক। এদের বেশির ভাগই সারা রাত সড়কে অবস্থান করেছে।

অন্যদিকে ৬টি পন্টুনের মধ্যে দুটি পন্টুন চালু থাকলেও ৫ নং পন্টুনের একটি পকেট বন্ধ থাকায় নদী পারাপারে কিছুটা বিঘ্ন ঘটছে। তবে ঘাট কর্তৃপক্ষ পকেট দুটি চালু করতে কাজ করছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের শাখা ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি বলেন, প্রায় মাসখানেক ধরেই কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে নানা কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। এর প্রেক্ষিতে দৌলতদিয়া নৌরুটে যানবাহনের চাপ বেড়েছে। তবে চাপ সামলাতে বর্তমানে এই নৌরুটে ১৮টি ফেরি চলাচল করছে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার