এবার পূজোয়
ইতু সোম
এবার পূজোয় সাজবো অনেক
মনে ছিলো আশা,
কোথা থেকে এক ভাইরাস এলো
ওরে সর্বনাশা।
“করোনা” ভাইরাস নাম তার
বিশ্বে গড়লো ঘাঁটি
এবার পূজোর সব আনন্দ
করে দিলো মাটি।
আতংকে আতংকে কেটে গেল
কত গুলো মাস,
“কোভিড-১৯” করছে হায়রে
কত সর্বনাশ।
ভেক্সিন আসার অপেক্ষায়
বসে আছে সারা দেশ,
‘করোনা’ ভাইরাস হয়তো একদিন
হয়ে যাবে শেষ।
করোনামুক্ত বিশ্ব চাই, চাই স্বদেশ,
করোনামুক্ত হয়ে আমরা
থাকতেও চাই বেশ।।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

























