খামার বাড়ি কৃষিবিদ ইনইষ্টিটিউট প্রাঙ্গনে অনুষ্ঠিত জাতীয় সবজি মেলায় আগত অতিথিদের মাঝে সবজি চারা বিতরন করল ‘সবুজ বাগান সোসাইটি’ নামের একটি সেচ্ছাসেবি সংগঠন।
সোমবার বিকাল ৩টায় সংগঠন এডমিন ইহতেশামুল হক এর সভাপতিত্বে কৃষিবিদ ইনইষ্টিটিউট প্রাঙ্গনে এ ব্যাতিক্রমি আয়োজনে প্রধান অতিথি ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনইষ্টিটিউট এর সদ্য অবসরপ্রাপ্ত পরিচালক মোঃ দেলোয়ার হোসেন মোল্লা ও বিশেষ অতিথি ছিলেন, বছর ব্যাপি ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প-এর উপ-প্রকল্প পরিচালক কৃষিবিদ মো:নুরুল ইসলাম, কেআইবি’র মহাসচিব খাইরুল আলম প্রিন্স।
এ সময় সংগঠনটি মেলায় আগত ৩০০ জন দর্শনার্থীদেরকে প্রত্যেককে আমেরিকান ‘লং রেড বানানা ‘ প্রজাতির মড়িচ বীজ সহ লাল শাক,পালং শাক,সূর্যমুখী ,অশ্বগন্ধ্যা ও ডাবল অপরাজীতা ফুলের বীজ উপহার দিয়ে স্বাগত জানায় অতিথিদের।
সংগঠনটির আয়োজনে মেলায় আগত অতিথিদের এমন ব্যাতিক্রম উপহারে এক অন্যরকম উৎসবের আমেজ সৃষ্টি হয় মেলা প্রাঙ্গনে। বীজ ও চারা উপহার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠন এডমিন রেবেকা ইয়াসমিন, রাকিব হোসেন,জনাব সরকার পারভেজ সহ বিশিষ্ট কৃষি ব্যাক্তিত্বগন ও সংগঠনটির সদস্যগন।
উল্লেখ্য, সংগঠনটি বিগত এক বছরের অধিক কাল সময় ধরে ‘জলবায়ুর উষ্ঞায়নের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় এবং বিষ ও রাসায়নিক মুক্ত কৃষি উৎপাদনে রাজধানীর ছাদ ও ব্যালকুনিতে বাগান সম্প্রোসারনে জৈব প্রযুক্তির ব্যাবহার বৃদ্ধিতে উদ্ভূদ্ধকরন,প্রশিক্ষন ও বিভিন্ন প্রজাতির ফল,ফুল,সবজি ও ঔষধি গাছের চারা বিতরনের মাধ্যমে সেবা প্রদান করে আসছে।
প্রধান অতিথি এমন ব্যাতিক্রম উদোগকে স্বাগত জানিয়ে বলেন , আগামি প্রজন্মের জন্য সুন্দর বাসযোগ্য একটি দেশ গড়ে তুলতে রাসায়নিক ও বিষের বিকল্প জৈব কৃষি ব্যাবস্থার কোন বিকল্প নেই। তিনি এ মহতি উদ্যোগের সাথে থেকে সর্বাত্বক সহয়তার আস্বাষ প্রদান করেন ।
বিশেষ অতিথিগন সবুজ বাগান সোসাইটি’র এ মতৎ কার্যক্রমের প্রসংশা করেন এবং ভবিষ্যৎ সকল সহয়তার আস্বাষ প্রদান করেন ।

























