দেশের প্রথম শ্রেণীর জাতীয় দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ এর নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দিলেন মিজানুর রহমান সবুজ। এর আগে তিনি প্রায় এগারো বছর বেসরকারি স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশন এর সিনিয়র রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ছোটোবেলা থেকেই তুখোড় মেধাবী মিজানুর রহমান সবুজ এসএসসি ও এইচএসসিতে বোর্ড স্ট্যান্ডধারী ছাত্র। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে যোগ দেন ঢাকা ব্যাংকে। এক বছর সেখানে চাকুরী করেই সৃজনশীলতার টানে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়ে যোগ দেন বাংলাভিশনে। এরপর বাংলাভিশনের একেবারে ঘরের ছেলে হিসেবে দীর্ঘদিন সুনামের সঙ্গে কাজ করেছেন তিনি। এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে যোগ দিলেন বিজনেস বাংলাদেশে।
নতুন চাকুরীতে যোগদান প্রসঙ্গে মিজানুর রহমান সবুজ বলেন, ‘দীর্ঘদিন থেকেই নতুন কিছু করার ইচ্ছা ছিল। ব্যাটে বলে হচ্ছিল না। বিজনেস বাংলাদেশ পত্রিকাটি অল্প সময়ের মধ্যেই বাজারে একটি শক্ত অবস্থান তৈরি করেছে। আশা করছি সেখানে ভালো কিছু করে দেখাতে পারবো।’ বিজনেস বাংলাদেশ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে আসছে ১ নভেম্বর থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























