০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

ফ্রান্সে গির্জার বাইরে যাজককে গুলি

ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর লিঁওতে একটি গির্জার বাইরে যাজককে গুলি করেছে এক ব্যক্তি। আহত যাজকের অবস্থা আশঙ্কাজনক। নিস শহরে গির্জায় ছুরি হামলার কয়েক ঘণ্টার মধ্যে এই গুলির ঘটনা ঘটেছে।

পুলিশ হামলাকারীকে আটক করতে সক্ষম হলেও তার পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বিকেল ৪টার দিকে ওই যাজক গির্জার কাছাকাছি আসার পর হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি করে। আহত ওই যাজককে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গির্জাটি গ্রিক অর্থোডক্স। হামলার পরপরই এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। যেসব জায়গায় ভিড় বেশি সেখানে সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এমনকি উপাসনালয় ও স্কুলের নিরাপত্তাও সুনিশ্চিত করা হবে।

এর আগে, নিস শহরে নটরডেম গির্জার বাইরে তিন জনকে গলা কেটে হত্যা করা হয়। হামলার পরপরই গোটা ফ্রান্সে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে কর্তৃপক্ষ।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

ফ্রান্সে গির্জার বাইরে যাজককে গুলি

প্রকাশিত : ০৯:০৯:০২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০

ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর লিঁওতে একটি গির্জার বাইরে যাজককে গুলি করেছে এক ব্যক্তি। আহত যাজকের অবস্থা আশঙ্কাজনক। নিস শহরে গির্জায় ছুরি হামলার কয়েক ঘণ্টার মধ্যে এই গুলির ঘটনা ঘটেছে।

পুলিশ হামলাকারীকে আটক করতে সক্ষম হলেও তার পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বিকেল ৪টার দিকে ওই যাজক গির্জার কাছাকাছি আসার পর হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি করে। আহত ওই যাজককে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গির্জাটি গ্রিক অর্থোডক্স। হামলার পরপরই এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। যেসব জায়গায় ভিড় বেশি সেখানে সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এমনকি উপাসনালয় ও স্কুলের নিরাপত্তাও সুনিশ্চিত করা হবে।

এর আগে, নিস শহরে নটরডেম গির্জার বাইরে তিন জনকে গলা কেটে হত্যা করা হয়। হামলার পরপরই গোটা ফ্রান্সে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে কর্তৃপক্ষ।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত